রাজধানীর খিলগাঁও নাকদারপাড় এলাকায় বাসের ধাক্কায় মো. সিফাত উল্লাহ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
সোমবার (সেপ্টেম্বর ৮) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিফাত উল্লাহ একটি ট্রাভেলস এজেন্সিতে চাকরি করতেন। তিনি ডেমরার দক্ষিণ বক্সনগর সারুলিয়ার বাসিন্দা মো. হাফিজ উল্লাহ মরলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলা ডেমরার বাসা থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলের উদ্দেশ্যে বের হন সিফাত। নাকদারপাড়া এলাকায় পৌঁছালে একটি বাসের ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফরাজি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের মামা মঞ্জুর রশিদ জানান, সিফাত প্রতিদিনের মতোই অফিসে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ দুর্ঘটনায় তার জীবন থেমে গেল।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
বিডি-নিউজ/আব্দুল্লাহ