সুজলাসুফলা শস্যশ্যামলা সোনার বাংলাদেশ। প্রকৃতি এ ভূখণ্ডকে দুহাত উজাড় করে ঋদ্ধ করেছে পর্যটনসম্পদে। কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত, রয়েল বেঙ্গল টাইগার আর চিত্রল হরিণের বিচরণক্ষেত্র ম্যানগ্রোভ সুন্দরবন, পাহাড়-নদী-প্রবাল দ্বীপ, অসংখ্য প্রাকৃতিক আকর্ষণ ছড়িয়ে রয়েছে দেশজুড়ে। চোখজুড়ানো কাপ্তাই লেক, সবুজে ঘেরা চা-বাগান, মেঘের ভেলায় ভাসা সাজেক ভ্যালি, রাতারগুল, শ্রীমঙ্গল ছাড়াও রয়েছে সুপ্রাচীন ঐতিহাসিক নিদর্শন, স্থাপনা। লোভনীয় খাদ্যবৈচিত্র্য এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক ঐতিহ্য। এগুলোর আকর্ষণীয় উপস্থাপনে, বিশ্বের পর্যটনপ্রিয় মানুষদের সহজেই টানা যায়। এর ওপর ভর করেই ঘুরে দাঁড়াতে পারে অর্থনীতি। অথচ স্বাধীনতার অর্ধশতক পার করেও মাথা তুলে দাঁড়াতে পারেনি পর্যটন। রাজনৈতিক অস্থিরতা, অপরিকল্পিত অবকাঠামো ও যোগাযোগব্যবস্থা, নিরাপত্তা-শঙ্কা, পর্যটনসেবায় পেশাদারত্বের অভাব, অযৌক্তিক আবাসন ব্যয় এবং আমলাতান্ত্রিক জটিলতা- দেশে পর্যটন খাত লাভজনক শিল্প হিসেবে গড়ে উঠতে না পারার কারণ। সন্ধ্যার পর বিনোদন নেই কক্সবাজারে। অপার সম্ভাবনার সুন্দরবন কাজে লাগানো হয় না সিকিভাগও। ভেস্তে যাচ্ছে রাঙামাটির পর্যটন সম্ভাবনা। সিলেটের অসীম আকর্ষণ কাজে লাগাতে কোনো পরিকল্পনাই নেই। সেখানে বরং প্রকৃতিকে ধ্বংস ও আত্মসাতে চোর-ডাকাতের দৌরাত্ম্য। হাওড়ে নেই হাউসকোট ও নির্ভরযোগ্য নিরাপত্তা। সাগরে হারিয়ে যাচ্ছে কুয়াকাটা সৈকত। থমকে গেছে ট্যুরিজম পার্ক নির্মাণ। অথচ কে না জানে পর্যটন সমৃদ্ধ হলে বিস্তর কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামো ও আবাসন উন্নয়ন হতো। পর্যটক পরিবহন, তাদের আহার-অবস্থান-বিনোদন ঘিরে কর্মযজ্ঞ চলত বছরব্যাপী। সমাজে অর্থপ্রবাহ বৃদ্ধি পেত, যা ভূমিকা রাখত জাতীয় অর্থনীতিতে। কিন্তু বাস্তবতা হচ্ছে বিপুল সম্ভাবনা সত্ত্বেও পর্যটন খাত থেকে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম বৈদেশিক মুদ্রা আয় করছে বাংলাদেশ। ভ্রমণ ও পর্যটনসূচকে বিশ্বের ১১৯ দেশের মধ্যে অবস্থান ১০৯তম। অথচ নতুন অবকাঠামো ও আন্তর্জাতিক মানের সেবা চালুর মাধ্যমে দেশকে অন্যতম পর্যটনবান্ধব গন্তব্যে পরিণত করার লক্ষ্যে তৈরি মহাপরিকল্পনা এখনো কাগজকলমে সীমাবদ্ধ। অন্তর্বর্তী সরকার সে মহাপরিকল্পনার খসড়া পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে। রিভিউ কমিটি গঠিত হয়েছে। কিন্তু তাদের কাজে গতি নেই। রাষ্ট্র সংস্কারের চলতি কর্মযঞ্জে পর্যটন খাতেও গতির ছোঁয়া লাগুক। প্রকৃতির দেওয়া অফুরন্ত সম্পদ চৌকশ ব্যবস্থাপনায়, আকর্ষণীয় পণ্য হিসেবে উজ্জ্বল উপস্থাপনায় মাথা উঁচু করে দাঁড়াক পর্যটন খাত। বিশ্ব পর্যটকের অন্যতম প্রধান লক্ষ্য হোক বাংলাদেশ।
শিরোনাম
- লক্ষ্মীপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ
- গুম প্রতিরোধে শুধু আইনগত নয়, প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কার : আসিফ নজরুল
- বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু
- পাইপ বোরিং করতে গিয়ে বের হচ্ছে গ্যাস, রান্না করছেন অনেকে
- বাসে ছিল ২৩৪টি স্মার্টফোন, ২০ জনের প্রাণহানিতে থাকতে পারে ব্যাটারি বিস্ফোরণের প্রভাব
- নভেম্বরের মধ্যে গণভোট করে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে : মামুনুল হক
- ‘৩১ দফা নারীর ক্ষমতায়ন ও সমান অধিকার নিশ্চিত করার এক নতুন অঙ্গীকার’
- জাতীয় চিড়িয়াখানায় আসছে নতুন প্রাণী : প্রাণিসম্পদ উপদেষ্টা
- ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী সব সিদ্ধান্ত বাতিলের দাবিতে জাতীয় সেমিনার
- রংপুর চিড়িয়াখানায় মিনি ট্রেনের চাপায় শিশুর মৃত্যু
- জায়মা রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্প
- মুক্তিযোদ্ধা ওয়ারিশদের তথ্য এমআইএস সফটওয়্যারে সংরক্ষণের নির্দেশ
- দেশের সব ক্রান্তিকালে জিয়া পরিবার হাল ধরেছে : আমান
- কুড়িগ্রামে অভিযানে যাওয়া পুলিশের ওপর হামলা, আহত ৬
- দেশের উন্নতি চাইলে দুর্নীতিকে না বলুন : মাসুদ সাঈদী
- ভালুকায় বিএনপির আনন্দ মিছিল
- ফেসবুক পোস্টে বিচ্ছেদের গুঞ্জন, পূর্ণিমা জানালেন সত্যিটা কী
- এনভিডিয়া-অ্যাপলকে ছাড়িয়ে গেল অনলিফ্যানস
- মানুষ এবার ভোট দিতে পারবে: ইলিয়াসপত্নী লুনা
পর্যটন
কাজে লাগুক অপার সম্ভাবনা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর