দেশে ফের করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। ইউরোপ, আমেরিকা, থাইল্যান্ড ছাড়াও ভারতসহ প্রতিবেশী দেশগুলোতেও দ্রুত সংক্রমণ বাড়ছে কভিড-১৯-এর। করোনা আক্রান্ত হয়ে শনিবার পর্যন্ত দেশে চলতি বছর ১১ জনের মৃত্যুর খবর এসেছে। এর মধ্যে চলতি মাসেই মারা গেছে ছয়জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চারজনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ বছর এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩৯৭। আইসিডিডিআরবির গবেষকরা দেশে করোনার নতুন একটা ধরন শনাক্তের কথা বলেছেন, যার নাম এক্সএফজি। পাশাপাশি এক্সএফসি ধরনটাও পাওয়া গেছে। এ দুটোই করোনার শক্তিশালী ধরন ওমিক্রণের জেএন-১ ভেরিয়েন্টের উপধরন। সব মিলে পরিস্থিতি উদ্বেগজনক। সংক্রমণ প্রতিরোধে ১১ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তার মধ্যে জনসমাগম যথাসম্ভব এড়িয়ে চলা, মাস্ক ব্যবহার করা, ঘনঘন সাবান দিয়ে হাত ধোয়া, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা এবং ন্যূনতম তিন ফুট দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে। এ সতর্কতা স্বাস্থ্যকর্মীসহ সর্বসাধারণের জন্য প্রযোজ্য। কিন্তু সমস্যা হচ্ছে, করোনা সংক্রমণের খবর শুনেই স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী, মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস ইত্যাদির দাম বাড়ানোর সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। এরই মধ্যে পাইকারি পর্যায়ে মাস্কের দাম বাড়িয়ে দ্বিগুণ করেছেন একদল ব্যবসায়ী। হ্যান্ড স্যানিটাইজারের দামও বাড়ানো হয়েছে। বাড়তি টাকা গুনে, বিপাকে পড়তে হচ্ছে মানুষকে। নিম্নবিত্তরা বাড়তি দামে মাস্ক-স্যানিটাইজার না কিনে অরক্ষিতভাবে চলাচল করছেন। এতে তাদের সংক্রমণের ঝুঁকি বাড়ছে। এ ব্যাপারে এখনই কঠোর কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত। মানবিক সংকট সময়ে জনগণ ব্যবসায়ী সমাজের কাছ থেকে সহমর্মিতার ভূমিকা আশা করে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, ব্যবসায়ীদের নানা সিন্ডিকেটের নিত্যনতুন অজুহাত আর কারসাজিতে দেশের মানুষ বরাবরই নাজেহাল হচ্ছে। এমনকি জীবনরক্ষাকারী ওষুধ বা জরুরি স্বাস্থ্যসামগ্রীর ক্ষেত্রেও। সুদীর্ঘ তিক্ত অভিজ্ঞতা থেকে এদের সুমতি কখনো হবে না বলেই ধরে নেওয়া যায়। ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। নিবিড় মনিটরিং, জবাবদিহি ও তাৎক্ষণিক দণ্ড-জরিমানার মাধ্যমে সিন্ডিকেট ভাঙতে হবে।
শিরোনাম
- ইরানে হামলার ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্নমত, চাকরি হারালেন পেন্টাগনের গোয়েন্দা প্রধান
- প্রথমবারের মতো দেশের বাইরের ক্লাবে শিউলি
- ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে কুয়ালালামপুরে জড়ো হবে লক্ষাধিক মানুষ
- ২৪ ঘণ্টা সিসিটিভির আওতায় থাকবে সাদাপাথর পর্যটনকেন্দ্র
- ১৮ সালের নির্বাচনের কলঙ্ক মোচনের প্রস্তুতি নিচ্ছে পুলিশ : ডিএমপি কমিশনার
- লঞ্চ থেকে মুমূর্ষু নবজাতককে উদ্ধার করলো কোস্ট গার্ড
- ইসরায়েলকে গাজায় ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
- ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
- এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৮৮০
- এশিয়া কাপের দল ঘোষণা, ফিরলেন সোহান
- ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল
- হাসারাঙ্গাকে ছাড়াই জিম্বাবুয়ে সফর করবে শ্রীলঙ্কা
- জুলাই সনদ নিয়ে মতামত দিয়েছে ২৩ দল
- ভারত থেকে চাল আমদানি শুরু, বাজারে দাম কমার আশা
- প্রথম দিনে দু’টি নতুন জাতীয় রেকর্ড, দ্রুততম মানবী সুমাইয়া
- ঢাকা ওয়াসার আর্থিক বিবরণী ও হিসাব নিরীক্ষার জন্য কমিটি গঠন
- জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
- অজিদের লজ্জায় ডুবিয়ে সিরিজ ঘরে তুললো দক্ষিণ আফ্রিকা
- শরীয়তপুরের পদ্মা-মেঘনায় ভরা মৌসুমেও নেই ইলিশ
সুরক্ষাসামগ্রীতেও সিন্ডিকেট
করোনা প্রতিরোধে চাই কঠোর ব্যবস্থা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর