বাণিজ্যে বসতে লক্ষ্মী-এটি একটি বহুল প্রচলিত প্রবাদ। এ দেশের মানুষকে বাণিজ্যমুখী হতে উদ্বুদ্ধ করেছে এ প্রবচনটি। স্বাধীনতার পর পুঁজিবাদকে শোষণের হাতিয়ার ভেবে সমাজতন্ত্রে মুক্তি খোঁজা হয়েছিল। দেশে যৎসামান্য যেসব শিল্পপ্রতিষ্ঠান ছিল সেগুলো জাতীয়করণ করা হয়েছিল ব্যক্তির সম্পদকে জাতীয় সম্পদে পরিণত করার উদ্দেশ্যে। কিন্তু সে মহৎ প্রয়াস লুটপাটের মচ্ছব আর ওইসব প্রতিষ্ঠানের পেছনে জনগণের ট্যাক্সের টাকা ভর্তুকি হিসেবে ঢালা ছাড়া আর কোনো কল্যাণ বয়ে আনেনি। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর বাজার অর্থনীতি চালু হয় ঐকমত্যের ভিত্তিতে। তারপর থেকে তলাবিহীন ঝুড়ি নামে অভিহিত বাংলাদেশের এগিয়ে চলার সূচনা। বাংলাদেশ যে বিশ্বের সবচেয়ে পিছিয়ে পড়া দেশ থেকে দুই বছর আগেই মধ্যম আয়ের দেশে উত্তরণের প্রক্রিয়া শুরু করেছে তার পেছনে ভূমিকা রেখেছে ব্যবসা-বাণিজ্য বিনিয়োগকারীদের অবদান। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, জুলাই গণ অভ্যুত্থান দেশবাসীর ভৌগোলিক স্বাধীনতার পাশাপাশি কথা বলার স্বাধীনতার স্বপ্ন দেখালেও উপেক্ষিত হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা। জাতি আদৌ নির্ধারিত সময়ে মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারবে কি না তা নিয়ে খোদ সরকারি মহলেই সংশয় দেখা দিয়েছে। দেশে ঘটা করে বিনিয়োগ সম্মেলন করা হলেও অর্জন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘গত ১০ মাসে দেশে প্রকৃতপক্ষে বিনিয়োগ কমেছে। অথচ বিনিয়োগের নামে দেশে এক ধরনের সার্কাস চলছে।’ নির্বাচিত সরকার ছাড়া কেউ বিনিয়োগে আগ্রহী নয়। বাংলাদেশে যা চলছে, তা বিনিয়োগবান্ধব পরিবেশ নয়। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তার এ বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। অর্থনৈতিক দিক থেকে দেশ পিছিয়ে পড়ায় মানুষ জুলাই গণ অভ্যুত্থানের অর্জন নিয়ে হতাশায় ভুগছে। নির্বাচন প্রক্রিয়া নিয়ে সংশয় সৃষ্টি হওয়ায় দেশি বিনিয়োগকারীরা হতাশায় ভুগছেন। বিদেশি বিনিয়োগকারীরাও আস্থা খুঁজে পাচ্ছেন না। বৃহত্তর জাতীয় স্বার্থেই এই বৈপরীত্যের অবসান হওয়া দরকার।
শিরোনাম
- জবি শিক্ষার্থীদের দাবি ‘ন্যায়সংগত’, মেনে নেওয়ার আহ্বান জামায়াতের
- জুলাই থেকে ইন্টারনেটের দাম ২০ শতাংশ কমবে
- টিকটকে নাচের ভিডিও দিয়ে বেশ ঝামেলায় ট্রাম্পের নাতনি
- ধুঁকছে শিল্প, স্বস্তি চান উদ্যোক্তারা
- ভারতের ৯ বিমানবন্দরে তুর্কি সেলেবি এভিয়েশনের লাইসেন্স বাতিল
- রাশিয়ার সাইবেরিয়ায় ভয়াবহ দাবানলে ৬ লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে ছাই
- ‘পারমাণবিক ব্ল্যাকমেইল ছাড়াই ভারতকে প্রতিহত করতে সক্ষম পাকিস্তান’
- “আবাসনের দাবি ন্যায্য”, জবি শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস উপদেষ্টা মাহফুজের
- 'জবি শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিতে দ্রুত আলোচনায় বসুন'
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. আসিফ নজরুলের সৌজন্য সাক্ষাৎ
- জবির সাবেক-বর্তমান শিক্ষার্থীদের সমাবেশ সকালে, জুমার পর গণঅনশন
- টানা ৩৩ ঘণ্টা ধরে তিন দফা দাবিতে আন্দোলন করছেন জবি শিক্ষার্থীরা
- পুতিন আর আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই ঘটবে না, ইউক্রেন ইস্যুতে ট্রাম্প
- দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৭৮৯ জন
- চিলি-কলম্বিয়া ম্যাচের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা, ফিরলেন মেসি
- ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন স্পেনের
- কমলো স্বর্ণের দাম
- ইন্দোনেশিয়ায় সেনা অভিযানে ১৮ বিচ্ছিন্নতাবাদী নিহত
- আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিতে চট্টগ্রাম ত্যাগ করল “বানৌজা খালিদ বিন ওয়ালিদ”
- মার্কিন পণ্যে সব ধরনের শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে ভারত
বিনিয়োগ বিসংবাদ
দেশে প্রয়োজন নির্বাচিত সরকার
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর