বাণিজ্যে বসতে লক্ষ্মী-এটি একটি বহুল প্রচলিত প্রবাদ। এ দেশের মানুষকে বাণিজ্যমুখী হতে উদ্বুদ্ধ করেছে এ প্রবচনটি। স্বাধীনতার পর পুঁজিবাদকে শোষণের হাতিয়ার ভেবে সমাজতন্ত্রে মুক্তি খোঁজা হয়েছিল। দেশে যৎসামান্য যেসব শিল্পপ্রতিষ্ঠান ছিল সেগুলো জাতীয়করণ করা হয়েছিল ব্যক্তির সম্পদকে জাতীয় সম্পদে পরিণত করার উদ্দেশ্যে। কিন্তু সে মহৎ প্রয়াস লুটপাটের মচ্ছব আর ওইসব প্রতিষ্ঠানের পেছনে জনগণের ট্যাক্সের টাকা ভর্তুকি হিসেবে ঢালা ছাড়া আর কোনো কল্যাণ বয়ে আনেনি। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর বাজার অর্থনীতি চালু হয় ঐকমত্যের ভিত্তিতে। তারপর থেকে তলাবিহীন ঝুড়ি নামে অভিহিত বাংলাদেশের এগিয়ে চলার সূচনা। বাংলাদেশ যে বিশ্বের সবচেয়ে পিছিয়ে পড়া দেশ থেকে দুই বছর আগেই মধ্যম আয়ের দেশে উত্তরণের প্রক্রিয়া শুরু করেছে তার পেছনে ভূমিকা রেখেছে ব্যবসা-বাণিজ্য বিনিয়োগকারীদের অবদান। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, জুলাই গণ অভ্যুত্থান দেশবাসীর ভৌগোলিক স্বাধীনতার পাশাপাশি কথা বলার স্বাধীনতার স্বপ্ন দেখালেও উপেক্ষিত হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা। জাতি আদৌ নির্ধারিত সময়ে মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারবে কি না তা নিয়ে খোদ সরকারি মহলেই সংশয় দেখা দিয়েছে। দেশে ঘটা করে বিনিয়োগ সম্মেলন করা হলেও অর্জন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘গত ১০ মাসে দেশে প্রকৃতপক্ষে বিনিয়োগ কমেছে। অথচ বিনিয়োগের নামে দেশে এক ধরনের সার্কাস চলছে।’ নির্বাচিত সরকার ছাড়া কেউ বিনিয়োগে আগ্রহী নয়। বাংলাদেশে যা চলছে, তা বিনিয়োগবান্ধব পরিবেশ নয়। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তার এ বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। অর্থনৈতিক দিক থেকে দেশ পিছিয়ে পড়ায় মানুষ জুলাই গণ অভ্যুত্থানের অর্জন নিয়ে হতাশায় ভুগছে। নির্বাচন প্রক্রিয়া নিয়ে সংশয় সৃষ্টি হওয়ায় দেশি বিনিয়োগকারীরা হতাশায় ভুগছেন। বিদেশি বিনিয়োগকারীরাও আস্থা খুঁজে পাচ্ছেন না। বৃহত্তর জাতীয় স্বার্থেই এই বৈপরীত্যের অবসান হওয়া দরকার।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৫ জুলাই)
- খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
- চুয়াডাঙ্গায় ট্যাংকলরি চাপায় ইজিবাইক চালকসহ নিহত ৩
- ভারতের আধিপত্য রুখতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে : আব্দুস সালাম
- হাতিরঝিলে ম্যারাথনে দৌড়ালেন দেশি-বিদেশি ৮০০ প্রতিযোগী
- পুঁজিবাজারের মাঠ খেলার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত: বিএসইসি কমিশনার
- দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতে ৫ দাবি
- চার ওমরাহ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করলো সৌদি আরব
- ‘জুলাই শহিদদের স্বীকৃতিস্বরূপ সনদ প্রদানের বিষয়ে কাজ করছে সরকার’
- ফজরকে আদালতে নেয়া নিয়ে অনিশ্চয়তা, শুরু হয়নি চারজনের রিমান্ড
- মেটিকুলাস ডিজাইনে সমস্যা কোথায়, প্রশ্ন মাহফুজ আলমের
- হাজারীখিল অভয়ারণ্যে ৩৩ অজগর অবমুক্ত
- টাকা মেরে খাওয়ার জন্য আমরা ক্ষমতায় বসিনি: ধর্ম উপদেষ্টা
- ইরান ছেড়েছে জাতিসংঘের পরমাণু পরিদর্শক দল
- ৩ আগস্ট শহীদ মিনারে ইশতেহার ঘোষণা করবে এনসিপি
- খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ
- রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শিক্ষা সামগ্রী বিতরণ
- ঝড়ের শঙ্কায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- একক কনসার্ট নিয়ে আসছেন বাপ্পা মজুমদার
- সোনারগাঁয়ে পৌর বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ
বিনিয়োগ বিসংবাদ
দেশে প্রয়োজন নির্বাচিত সরকার
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর