ইউরোপের ক্লাব ফুটবলে পিএসজি একসময় বায়ার্নের সামনে দাঁড়াতেই পারত না। সেই পিএসজি বর্তমানে ইউরোপের চ্যাম্পিয়ন। ফিফা ক্লাব বিশ্বকাপের অন্যতম ফেবারিট দল। আজ তারা আটলান্টার মার্সিডিজ বেনজ স্টেডিয়ামে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখের। অবশ্য আজকের মূল আকর্ষণ হতে যাচ্ছে বেলিংহ্যাম ভাইদের লড়াই।
ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ডের। ক্লাব বিশ্বকাপে দর্শকদের সেরা আকর্ষণ রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের প্রতিটা ম্যাচেই সমর্থকরা দলে দলে ছুটে এসেছেন। গ্যালারি পূর্ণ হয়েছে বেশির ভাগ ম্যাচেই। কিলিয়ান এমবাপ্পে আর ভিনিসাস জুনিয়রদের খেলা দেখার সুযোগ পেয়েই ধন্য যুক্তরাষ্ট্রের সমর্থকরা। আজ অবশ্য রিয়ালের জন কঠিন লড়াই অপেক্ষা করছে। বুরুসিয়া ডর্টমুন্ডে খেলছেন বেলিংহ্যাম পরিবারের ছোট ছেলে জুব বেলিংহ্যাম। রিয়াল মাদ্রিদের জুড বেলিংহ্যামের ভাই তিনি। জুড এরই মধ্যে বিশ্ব সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন। অন্যদিকে জুব বেলিংহ্যামও নজর কেড়েছেন ফুটবল দুনিয়ার। দুই ভাইয়ের লড়াই বাড়তি উন্মাদনা এনে দিয়েছে রিয়াল-ডর্টমুন্ড লড়াইয়ে।
রিয়াল মাদ্রিদ এবং বুরুসিয়া ডর্টমুন্ড দুটি দলই চলমান ক্লাব বিশ্বকাপে এখনো পর্যন্ত অপরাজিত দল। আজই কোনো এক দলকে বিদায় নিতে হবে।
রিয়াল মাদ্রিদ বনাম বুরুসিয়া ডর্টমুন্ড লড়াই যেমন উত্তেজনার পারদ চড়িয়েছে অনেকটা তেমনি পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ লড়াই নিয়েও আগ্রহ কম নয়। পিএসজি ও বায়ার্ন মিউনিখ একটি করে ম্যাচে পরাজিত হয়েছে গ্রুপ পর্বে। তবে দুটি দলই ফেবারিটের তালিকায় শীর্ষে অবস্থান করছে। অবশ্য কোয়ার্টার ফাইনালের পর সেমিফাইনালেও কঠিন লড়াই অপেক্ষা করছে বায়ার্ন অথবা পিএসজির সামনে। দেখা হতে পারে রিয়াল মাদ্রিদ কিংবা বুরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে। ফিফা ক্লাব বিশ্বকাপ শেষের দিকে এগিয়ে যাচ্ছে। প্রথমবারের মতো বড় পরিসরে এ বিশ্বকাপ আয়োজন করে তীব্র সমালোচনার মুখেই পড়েছিল ফিফা। তবে সময়ের সঙ্গে সঙ্গে এ টুর্নামেন্ট আরও বেশি আকর্ষণীয় হয়েছে। এখন আকর্ষণের কেন্দ্র হতে যাচ্ছে নিউজার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়াম। এখানেই অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল। আগামী বছর এখানে হবে বিশ্বকাপের ফাইনালও।