রূপকথার সঙ্গে বাংলাদেশের এগিয়ে যাওয়া এবং পিছু হটার একটা মিল লক্ষণীয়। মুক্তিযুদ্ধের সময় জ্বলেপুড়ে ছারখার হয়েছিল বাংলাদেশ। এ দেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি। যেই সেই লোক নন পরাশক্তি যুক্তরাষ্ট্রের মাথা ভাবা হতো যাঁকে, সেই সেক্রেটারি অব স্টেট হেনরি কিসিঞ্জারই খাড়া করেছিলেন তলাবিহীন ঝুড়িতত্ত্ব। ভাবখানা এমন, ওখানে যা দাও না কেন কিছুই ধরে রাখা যাবে না। ওই দেশের ভবিষ্যৎ বলে কিছু নেই। কিন্তু বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে তারা পারে। কিসিঞ্জারের একসময়ের তলাবিহীন ঝুড়ি বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম অর্থনীতি। রূপকথার ফিনিক্স পাখির মতো ভস্ম থেকে উড়াল দেওয়ার কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ। এ কৃতিত্ব দেশের রাজনৈতিক সরকারগুলোর। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসন অবসানের আট মাস পেরিয়ে গেলেও ঘুরে দাঁড়াতে পারেনি দেশের সামষ্টিক অর্থনীতি। রাজনৈতিক-সামাজিক পরিস্থিতিতে স্থিতিশীলতা কিছুটা ফিরলেও সংকুচিত হয়ে আসছে অর্থনৈতিক কর্মকাণ্ড। ব্যবসাবাণিজ্যের মন্দার কারণে বাড়ছে বেকারত্ব। নির্বাচন নিয়ে রাজনৈতিক মতভেদের কারণে বিনিয়োগ ও কর্মসংস্থানে ভাটা পড়েছে। যদিও বিনিয়োগ সম্মেলন করে বিদেশি বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে অন্তর্বর্তী সরকার। কিন্তু রাজনৈতিক অচলাবস্থার কারণে বেশির ভাগ বিনিয়োগকারীই রয়েছেন পর্যবেক্ষকের ভূমিকায়। আস্থার সংকট প্রকট আকার ধারণ করেছে দেশীয় বিনিয়োগকারীদের মধ্যে। নতুন কোনো শিল্পকারখানা তো হচ্ছেই না; বরং গত ছয় মাসে দেশের বিভিন্ন অঞ্চলে শত শত কারখানা বন্ধ হয়ে গেছে। যার ফলে কাজ হারিয়েছেন হাজার হাজার শ্রমিক। সোজা কথায় দেশ গত সাড়ে আট মাসেরও বেশি সময় অর্থনৈতিক দিক থেকে রূপকথার ভূতের মতো পেছনের পানে হাঁটছে। স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার ক্ষেত্রেও শুরু হয়েছে অনিশ্চয়তা। এ চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের ১৮ কোটি মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। জুলাই অভ্যুত্থানের অর্জন তা যাতে ব্যর্থ না হয়, তা নিশ্চিত করতে পেছনে নয়, সামনে হাঁটার কৌশল রপ্ত করতে হবে।
শিরোনাম
- আজ ৭ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
- দুই প্রজন্মের সম্পর্কের টানাপোড়েনের গল্প ‘আমার বস’
- সুখী দাম্পত্যের ‘রহস্য’ ফাঁস করলেন আনুশকা
- দোষারোপ মানতে পারছেন না আফ্রিদি
- গাজায় হামলার শিকার ৬৫ শতাংশই নারী-শিশু ও বৃদ্ধ
- হ্যাটট্রিক করতে না পারা নিয়ে যা বললেন তাইজুল
- জুনেই ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলত্তি?
- জাতীয়তাবাদের উপহার সবাই মিলে এক জাতি
- সাকিবের আরও কাছে তাইজুল
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৯ এপ্রিল)
- বাংলাদেশে আসতে চায় চীনা জায়ান্ট ‘টেন্সেন্ট’
- সন্ত্রাসীদের হাত থেকে তরুণকে বাঁচাতে গিয়ে গুলিতে যুবদল কর্মী নিহত
- ৩৯৮ যাত্রী নিয়ে ঢাকা ছাড়লো প্রথম হজ ফ্লাইট
- শাকিবের ‘তাণ্ডব,’ সঙ্গী সাবিলাই!
- যে কারণে যুক্তরাজ্য সফর স্থগিত করলেন সালমান খান
- নিক্সন চৌধুরীর সহযোগী যুবলীগ নেতা মামুন গ্রেফতার
- মঙ্গলবার থেকে সব পলিটেকনিক শাটডাউন ঘোষণা
- যশোরের চৌগাছা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
- এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে কঠিন গ্রুপে বাংলাদেশ
- হজ ফ্লাইট উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা
অর্থনীতিতে বিসংবাদ
এগিয়ে যাওয়ার কৌশল রপ্ত করুন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর