পৃথিবীর জন্য আশার নতুন বাতিঘর হয়ে উঠতে চায় বাংলাদেশ। সেজন্য বন্ধু-অংশীজনদের আহ্বান জানায়- অন্তর্ভুক্তিমূলক সামাজিক চুক্তি পুনর্লিখনের। পাশাপাশি এখানে সামাজিক ব্যবসা এবং ক্ষুদ্রঋণের ভূমিকা অন্বেষণ করতে, যা প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে সহায়তা করবে। মঙ্গলবার কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। সেখানে মূল প্রবন্ধে তিনি ফিলিস্তিনের নিপীড়িত জনগণ ও বাংলাদেশে আশ্রিত ১২ লাখ রোহিঙ্গার প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। মানবাধিকারের প্রতি অবজ্ঞা ও বিচারহীনতা যে কোনো উন্নয়নের হুমকি। ফিলিস্তিনে মানবিক দুর্ভোগ শুধু ওই অঞ্চলের নয়, গোটা মানবতার বিষয়। সংকটময় বিশ্বে যুদ্ধ ও সংঘাত মানুষের অধিকার খর্ব এবং অর্থনীতি ধ্বংস করে। টেকসই উন্নয়নের জন্য শান্তি-স্থিতিশীলতা অপরিহার্য। ফিলিস্তিন ও রোহিঙ্গাদের মানবিক সংকট বিশ্ব যেন উপেক্ষা না করে। তাঁর মতে, সামাজিক চুক্তি, আর্থিক অন্তর্ভুক্তি ও প্রান্তিক জনগণের ক্ষমতায়নই মৌলিক বিষয়। সহনশীল, সমৃদ্ধ ও টেকসই ভবিষ্যতের স্বপ্ন আমাদের। সেখানে এমন কিছু হুমকি আছে, যা জাতিকে বিপথে ঠেলে দিতে সচেষ্ট। তাই সতর্ক থাকতে হবে। ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। আমরা এমন এক সময় পার করছি, যেখানে বহুপাক্ষিকতা হুমকির মুখে। জলবায়ু পরিবর্তন ও ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। গভীরতর হচ্ছে মানবিক সংকট। নতুন নতুন নীতিমালা, প্রযুক্তি ও শাসন পদ্ধতি পৃথিবীর দ্রুত রূপান্তর করছে। এ পরিপ্রেক্ষিতে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা পুনরুজ্জীবিত করা প্রয়োজন। এমন বিশ্ব গড়তে হবে, যেখানে কেউ যেন এতটা দরিদ্র না থাকে, যাতে সে স্বপ্ন দেখার ক্ষমতাও হারিয়ে ফেলে। আমাদের প্রত্যেকের এখানে ভূমিকা রয়েছে। সামনে যেসব চ্যালেঞ্জ তা গুরুত্বপূর্ণ। কিন্তু মানুষের উদ্ভাবন, সহমর্মিতা ও সম্মিলিত কর্মকাণ্ডের সক্ষমতাও ব্যাপক। সমষ্টির প্রচেষ্টায় সামাজিক বৈষম্য ও ভবিষ্যৎ কর্মসংস্থানের মতো বিষয়গুলো মোকাবিলা করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ এখন এমন এক সামাজিক অবস্থার সন্ধিক্ষণে দাঁড়িয়েছে, যেখানে রাষ্ট্র ও জনগণ, বিশেষ করে যুবসমাজ ঐতিহ্য, ন্যায়বিচার, সাম্য ও মর্যাদার ভিত্তিতে ভবিষ্যৎ গড়বে। তারই ধারাবাহিকতায় পৃথিবীর জন্য আশার উজ্জ্বল বাতিঘর হয়ে ওঠার মিশন এখন বাংলাদেশের।
শিরোনাম
- ৪৬তম বিসিএসের প্রশ্নপত্র ফাঁসের খবর ভিত্তিহীন: পিএসসি
- পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক
- কুয়েটের ভিসি-প্রোভিসিকে সরিয়ে দিচ্ছে সরকার
- পাকিস্তানিদের ভারত ছাড়তে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিল মোদি সরকার
- আর্থনা সম্মেলনে শীর্ষ নেতাদের নিয়ে টিএএস চেয়ারম্যানের লাঞ্চ মিটিং
- এলডিসি থেকে উত্তরণ : জাতীয় সংলাপ করে সিদ্ধান্ত নিতে হবে
- দ্বিতীয় টেস্টের দল ঘোষণা বাংলাদেশের, ডাক পেলেন এনামুল
- কাশ্মীরে হামলার চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ
- ২০ বছর ধরে কোমায় সৌদি যুবরাজ, ৩৬তম জন্মদিনও কাটল হাসপাতালের বিছানায়
- ঢাকা কলেজ-সিটি কলেজের সংঘর্ষ এড়াতে সমঝোতা চুক্তি হচ্ছে
- কাশ্মীরগামী পর্যটকদের বুকিং বাতিলের হিড়িক
- তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের পর ৫১টি আফটারশক
- ‘দলকানা ভিসিদের বিরুদ্ধে অ্যাকশন জরুরি, রাস্তায় নামতে প্রস্তুত’
- রাশিয়ার ড্রোন উৎপাদন কেন্দ্রে কাজ করছেন চীনারা, অভিযোগ জেলেনস্কির
- পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে দোহা থেকে রোমে যাবেন প্রধান উপদেষ্টা
- বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৩ শতাংশ হতে পারে: বিশ্বব্যাংক
- নির্বাচন শুধু প্রলম্বিত নয়, বানচালের ষড়যন্ত্র চলছে : প্রিন্স
- পারভেজ হত্যা মামলার আরেক আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- 'পুরো ম্যাচটা আমি একা হারিয়ে দিয়েছি'
- ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী
বাতিঘর বাংলাদেশ
ভূমিকা রাখবে সামাজিক ব্যবসায়
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর