পৃথিবীর জন্য আশার নতুন বাতিঘর হয়ে উঠতে চায় বাংলাদেশ। সেজন্য বন্ধু-অংশীজনদের আহ্বান জানায়- অন্তর্ভুক্তিমূলক সামাজিক চুক্তি পুনর্লিখনের। পাশাপাশি এখানে সামাজিক ব্যবসা এবং ক্ষুদ্রঋণের ভূমিকা অন্বেষণ করতে, যা প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে সহায়তা করবে। মঙ্গলবার কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। সেখানে মূল প্রবন্ধে তিনি ফিলিস্তিনের নিপীড়িত জনগণ ও বাংলাদেশে আশ্রিত ১২ লাখ রোহিঙ্গার প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। মানবাধিকারের প্রতি অবজ্ঞা ও বিচারহীনতা যে কোনো উন্নয়নের হুমকি। ফিলিস্তিনে মানবিক দুর্ভোগ শুধু ওই অঞ্চলের নয়, গোটা মানবতার বিষয়। সংকটময় বিশ্বে যুদ্ধ ও সংঘাত মানুষের অধিকার খর্ব এবং অর্থনীতি ধ্বংস করে। টেকসই উন্নয়নের জন্য শান্তি-স্থিতিশীলতা অপরিহার্য। ফিলিস্তিন ও রোহিঙ্গাদের মানবিক সংকট বিশ্ব যেন উপেক্ষা না করে। তাঁর মতে, সামাজিক চুক্তি, আর্থিক অন্তর্ভুক্তি ও প্রান্তিক জনগণের ক্ষমতায়নই মৌলিক বিষয়। সহনশীল, সমৃদ্ধ ও টেকসই ভবিষ্যতের স্বপ্ন আমাদের। সেখানে এমন কিছু হুমকি আছে, যা জাতিকে বিপথে ঠেলে দিতে সচেষ্ট। তাই সতর্ক থাকতে হবে। ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। আমরা এমন এক সময় পার করছি, যেখানে বহুপাক্ষিকতা হুমকির মুখে। জলবায়ু পরিবর্তন ও ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। গভীরতর হচ্ছে মানবিক সংকট। নতুন নতুন নীতিমালা, প্রযুক্তি ও শাসন পদ্ধতি পৃথিবীর দ্রুত রূপান্তর করছে। এ পরিপ্রেক্ষিতে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা পুনরুজ্জীবিত করা প্রয়োজন। এমন বিশ্ব গড়তে হবে, যেখানে কেউ যেন এতটা দরিদ্র না থাকে, যাতে সে স্বপ্ন দেখার ক্ষমতাও হারিয়ে ফেলে। আমাদের প্রত্যেকের এখানে ভূমিকা রয়েছে। সামনে যেসব চ্যালেঞ্জ তা গুরুত্বপূর্ণ। কিন্তু মানুষের উদ্ভাবন, সহমর্মিতা ও সম্মিলিত কর্মকাণ্ডের সক্ষমতাও ব্যাপক। সমষ্টির প্রচেষ্টায় সামাজিক বৈষম্য ও ভবিষ্যৎ কর্মসংস্থানের মতো বিষয়গুলো মোকাবিলা করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ এখন এমন এক সামাজিক অবস্থার সন্ধিক্ষণে দাঁড়িয়েছে, যেখানে রাষ্ট্র ও জনগণ, বিশেষ করে যুবসমাজ ঐতিহ্য, ন্যায়বিচার, সাম্য ও মর্যাদার ভিত্তিতে ভবিষ্যৎ গড়বে। তারই ধারাবাহিকতায় পৃথিবীর জন্য আশার উজ্জ্বল বাতিঘর হয়ে ওঠার মিশন এখন বাংলাদেশের।
শিরোনাম
- খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
- চুয়াডাঙ্গায় ট্যাংকলরি চাপায় ইজিবাইক চালকসহ নিহত ৩
- ভারতের আধিপত্য রুখতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে : আব্দুস সালাম
- হাতিরঝিলে ম্যারাথনে দৌড়ালেন দেশি-বিদেশি ৮০০ প্রতিযোগী
- পুঁজিবাজারের মাঠ খেলার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত: বিএসইসি কমিশনার
- দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতে ৫ দাবি
- চার ওমরাহ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করলো সৌদি আরব
- ‘জুলাই শহিদদের স্বীকৃতিস্বরূপ সনদ প্রদানের বিষয়ে কাজ করছে সরকার’
- ফজরকে আদালতে নেয়া নিয়ে অনিশ্চয়তা, শুরু হয়নি চারজনের রিমান্ড
- মেটিকুলাস ডিজাইনে সমস্যা কোথায়, প্রশ্ন মাহফুজ আলমের
- হাজারীখিল অভয়ারণ্যে ৩৩ অজগর অবমুক্ত
- টাকা মেরে খাওয়ার জন্য আমরা ক্ষমতায় বসিনি: ধর্ম উপদেষ্টা
- ইরান ছেড়েছে জাতিসংঘের পরমাণু পরিদর্শক দল
- ৩ আগস্ট শহীদ মিনারে ইশতেহার ঘোষণা করবে এনসিপি
- খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ
- রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শিক্ষা সামগ্রী বিতরণ
- ঝড়ের শঙ্কায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- একক কনসার্ট নিয়ে আসছেন বাপ্পা মজুমদার
- সোনারগাঁয়ে পৌর বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ
- মারা গেলেন হলিউড অভিনেতা মাইকেল ম্যাডসেন
বাতিঘর বাংলাদেশ
ভূমিকা রাখবে সামাজিক ব্যবসায়
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর