যে ছবিতে নিজেকে সবচেয়ে সুন্দর লাগে, সেটাই সবার পছন্দ! নিজেকে সুন্দর করে উপস্থাপনই মানুষের সহজাত আকাঙ্খা। এ থেকেই অনাদিকাল ধরে প্রসাধন ও প্রসাধনীর চল। এ ব্যাপারে বিশেষত নারীদের সচেতনতা ও চর্চা অধিক। মানুষের সৌন্দর্য-সচেতনতা বৃদ্ধির কারণে প্রসাধনী সামগ্রীর ব্যবহারও বাড়ছে। কিন্তু প্রতারণার ফাঁদ পাতা চারদিকে। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ভেজাল, নকল, মানহীন ও অনুমোদনহীন প্রসাধনী। দেশে আইন থাকলেও নিয়ন্ত্রণহীনভাবে চলছে প্রসাধনীর বেচাকেনা। বিভিন্ন সমাজমাধ্যমে নানা বয়সি নারী উদ্যোক্তারা আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে নারীদের প্রলুব্ধ করেন। এমনও বলা হয় যে ‘সাত দিন মাখলেই গায়ের রং দুধের মতো ফরসা হবে’। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, পৃথিবীর কোথাও কোনো ক্রিম ব্যবহার করে গায়ের রং ফরসা করার উদাহরণ নেই। বরং নকল-ভেজাল-মানহীন ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী ব্যবহার করে মারাত্মক ক্ষতির নজির আছে অসংখ্য। এ থেকে ত্বকের ক্যান্সারে পর্যন্ত আক্রান্ত হতে পারেন ব্যবহারকারীরা। গভীর ক্ষত তৈরি হতে পারে ত্বকের সংবেদনশীল অংশে। সুন্দরের বদলে কুশ্রী হয়ে যেতে পারে মুখমণ্ডল। সংশ্লিষ্টরা বলছেন, অথচ দেশের বাজারে প্রচলিত প্রসাধনী পণ্যের প্রায় অর্ধেকই নিম্নমান। বিদেশি বিভিন্ন নামিদামি ব্র্র্যান্ডের যেসব প্রসাধনী অভিজাত বিপণিতে বিক্রি হয়, তারও বড় অংশ নকল। এসব নিয়ন্ত্রণে আইন থাকলেও তার যথাযথ প্রয়োগ নেই। দেখার বিভাগ থাকলেও, তাদের সীমিত জনবলে দেশজুড়ে নকল-ভেজাল-প্রসাধন চক্র প্রতিরোধ সম্ভব হচ্ছে না। ক্রেতা-ভোক্তা আর্থিক এবং স্বাস্থ্যগত ক্ষতির শিকার হচ্ছেন। এ থেকে রক্ষা পেতে ভোক্তার সচেতনতা সবচেয়ে জরুরি। এবং প্রয়োজন কর্তৃপক্ষের কঠোর নিয়ন্ত্রণ। প্রসঙ্গত দক্ষিণ ভারতের একজন জনপ্রিয় অভিনেত্রীর কথা বলা যায়, যাঁর নাম সাই পল্লবী। তিনি যখন ডাক্তারি পড়েন, তাঁর কাছে একটা ত্বক ফরসা করা ক্রিমের বিজ্ঞাপনে মডেল হওয়ার প্রস্তাব আসে। তাতে তিনি কোটি টাকা সম্মানী পেতেন। কিন্তু মেয়েটি সে প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, ‘প্রতিটি নারীর নিজস্ব সৌন্দর্যই সত্য ও সুন্দর। প্রসাধনী দিয়ে তাকে অসত্য ও কৃত্রিম করার প্রয়োজন কী?’ শোনা যায়, তিনি সিনেমায় অভিনয়ের সময়ও প্রসাধনীর বিশেষ ধার ধারেন না। দেশের মেয়েরা কি এ থেকে কোনো শিক্ষা নিতে পারেন?
শিরোনাম
- ভির্টজকে না পেলে বার্সার দানি ওলমোকে চায় ম্যানসিটি
- লুটপাটের অর্থ ব্যবস্থাপনায় বিশেষ তহবিল গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার
- ছেঁড়া পোশাক পরে কানের মঞ্চে, সমালোচনায় উর্বশী রাউতেলা
- বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার
- লালমনিরহাটে গৃহবধূ হাসিনা হত্যা মামলায় ছেলে গ্রেফতার
- পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় গ্রেফতার ২
- সমর্থকদের আন্দোলন নিয়ে যা বললেন ইশরাক
- বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দরজা খুললো মিরাজের
- গোপালগঞ্জে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুদকের অভিযান
- পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ জন
- ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি : নজরুল ইসলাম খান
- কুয়েতে জমকালো আয়োজনে স্বাধীনতা কাপ ও সাংস্কৃতিক সন্ধ্যা
- অবৈধ ভাসমান দোকান উচ্ছেদে ডিএমপির বিশেষ অভিযান, গ্রেফতার ১০
- ইশরাকের শপথ নিয়ে আইনি জটিলতা আছে: উপদেষ্টা আসিফ
- লুটেরাদের জব্দ টাকা ব্যবস্থাপনায় আলাদা তহবিল হচ্ছে : গভর্নর
- সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় শাকিলের
- দুর্গাপুরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে শিশুর মৃত্যু
- ফ্যামিলি ভিসা আবেদনকারীদের জন্য সুখবর দিল ইতালি দূতাবাস
- শুভসংঘের আয়োজনে সাইবার অপরাধ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা
- ভারতের বিপুল পরিমাণ আমের চালান বিমানবন্দর থেকেই ফেরাল যুক্তরাষ্ট্র
প্রসাধনীতে সর্বনাশ
প্রয়োজন কর্তৃপক্ষের কঠোর নিয়ন্ত্রণ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর