লালমনিরহাট সদর উপজেলার চাঞ্চল্যকর ও ক্লুলেস হাসিনা হত্যা মামলার মূল আসামি ও নিহত নারীর ছেলে মিঠু মিয়াকে গ্রেফতার করেছে র্যাব-১৩। রবিবার (১৮ মে) বিকেল ৫টা ৩৫ মিনিটে আদিতমারী উপজেলার সাপটিবাড়ি ডিগ্রি কলেজের প্রধান ফটকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ সোমবার (১৯ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১৩ এর অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, র্যাব-১৩ এর সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে এই গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মিঠু মিয়া (২৫) আদিতমারী উপজেলার চরকুটিবাড়ি গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
প্রাথমিকভাবে পুলিশ নিহতের স্বামী আশরাফুল ইসলামকে গ্রেফতার করলেও র্যাবের তদন্তে প্রকৃত তথ্য বেরিয়ে আসে। প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত মূল আসামি হিসেবে উঠে আসে মিঠুর নাম। গ্রেফতারকৃত মিঠুকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে গত ৫ মার্চ দুপুরে সদর উপজেলার হাড়িভাঙা ইউনিয়নের একটি ভুট্টা ক্ষেতে অজ্ঞাতপরিচয় এক নারীর মস্তকবিহীন লাশ উদ্ধার করে পুলিশ।
বিডি প্রতিদিন/জামশেদ