সিরাজগঞ্জের সলঙ্গায় প্রায় ২০০ জন গ্রাহকের জমাকৃত টাকা উধাও হয়েছে একটি ভুয়া এনজিও। সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় অবস্থিত সৌদিবাংলা ইনভেস্টমেন্ট ফাউন্ডেশন নামক ওই এনজিওর জোনাল কার্যালয়টিতে রবিবার থেকে তালা ঝুলছে। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে অফিসের সামনে গ্রাহকরা টাকার জন্য ভিড় করছেন।
প্রতারণার শিকার গ্রাহকরা জানান, স্থানীয় হারুনর রশিদ বাদশা ও সাইদুল ইসলাম নামে দুই ব্যক্তির পরিচালনায় দেড় মাস আগে সিরাজগঞ্জের সলঙ্গা ও বগুড়া শেরপুরের কয়েকটি স্থানে ওই এনজিওর কয়েকটি শাখা অফিস খোলা হয়। এরপর স্থানীয় কিছু বেকার লোকজনকে মাঠকর্মী নিয়োগ দিয়ে অফিসের কার্যক্রম চালাতে থাকে। রবিবার বিকেলে শেরপুর এলাকা থেকে ৫/৬ জন গ্রাহক প্রতারণার শিকার হয়ে জোনাল কার্যালয়ে আসেন এবং কার্যালয়টি তালাবদ্ধ দেখেন। মূলত তখনি এলাকার গ্রাহকরা এনজিওর প্রতারণার বিষয়টি জানতে পারেন।
এ বিষয়ে ভুক্তভোগী ফজলুল হক বলেন, হাটিকুমরুলের ওই ভবনে দেড় মাস আগে এনজিওটির অফিস করেছে। ৯০ হাজার টাকা লোন প্রাপ্তির আসায় ১৫ দিন আগে ৪০ হাজার টাকা সঞ্চয় জমা দিয়েছেন তিনি। কিন্তু এখন দেখছেন এনজিওটি ভুয়া। তারা সকল গ্রাহকদের টাকা নিয়ে পালিয়েছে।
সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির জানান, সংবাদ পেয়ে ওই এনজিওর অফিসে গিয়ে কাউকে পাওয়া যায়নি। প্রতারিত গ্রাহকদের শান্ত করা হয়েছে। তবে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।