রাজধানী ঢাকার গুলশানে অবস্থিত হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে সম্প্রতি অনুষ্ঠিত হলো ‘ক্লাউড টেকওয়েভ বাংলাদেশ ২০২৫’ শীর্ষক একটি কর্মশালা।
দেশের স্থানীয় প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কারিগরি দক্ষতা এবং সেবা মান উন্নয়নের লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করে হুয়াওয়ে।
এ কর্মশালায় হুয়াওয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের কেন্দ্রীয় অফিস থেকে আগত একটি বিশেষজ্ঞ দল অংশ নেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সিনিয়র সলিউশন আর্কিটেক্ট নিও জিন শেং ক্যাসন, সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার সান বিং, এবং ক্লাউড সার্ভিস ইঞ্জিনিয়ার জিয়াং ঝেং।
তারা ডেটাবেজ, এআই কন্টেইনার ও ল্যান্ডিং-জোন, বিগ ডেটা, সিকিউরিটি এবং পিএএএস বিষয়ে আলোচনা করেন। এছাড়াও, অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে বাস্তব অভিজ্ঞতা বিনিময় করেন।
বাংলাদেশের ক্লাউড বাজার ক্রমেই প্রসারিত হচ্ছে। ধারণা করা হচ্ছে, বাজারের পরিমাণ ৪৫ মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। ফলে এআই ও ক্লাউড-ভিত্তিক সমাধানের ব্যবহার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ