লক্ষ্মীপুরের রামগঞ্জে কাঠবোঝাই একটি পিকআপভ্যানের ক্রেন বিদ্যুতের সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন গাড়িচালক মো. আনন্দ (১৯)। এ ঘটনায় তার চাচা দেলোয়ার হোসেন (২৮) আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে উপজেলার মাঝিরগাঁও বাজারের পশ্চিম পাশে আবুল খায়ের মুন্সীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনন্দ নোয়াখালী জেলার মনিপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। আহত দেলোয়ার একই গ্রামের নুরুল আমিনের সন্তান।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কাঠ তোলার জন্য ব্যবহৃত একটি ক্রেনসংবলিত পিকআপভ্যান চালাচ্ছিলেন আনন্দ। তার সঙ্গে ছিলেন চাচা দেলোয়ার। কাঠ ওঠানোর সময় অসাবধানতাবশত ক্রেনটি পাশের বৈদ্যুতিক খুঁটির সঞ্চালন তারের সঙ্গে লেগে যায়। মুহূর্তেই বিদ্যুতায়িত হন দুজনেই।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনন্দের হাঁটুর নিচের অংশ পুড়ে যায়। এর মধ্যে একটি পা প্রায় ছাই হয়ে যায়। শরীরের আরও কিছু অংশেও মারাত্মকভাবে দগ্ধ হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত দেলোয়ারকে দ্রুত উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল মনির জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/নাজিম