সিয়াম আমার নাম রেখেছো
‘সিয়াম’ মানে রোজা,
রোজা রেখেই নামের মর্ম
হোক না তবে খোঁজা।
আমায় কেন বারণ করো?
কারণ ছাড়া সবে,
রাখবো রোজা, থাকবো উপোস-তাতেই বোঝা হবে।
বয়স আমার কম বলে তাই
তোমরা বারণ করো,
প্রতি পদে পদে আমার
দোষটা শুধু ধরো।
কিন্তু আমার রোজা রাখার
শখ হয়েছে খুব,
রোজা রেখেই ধ্যানের মাঝে
দেবোই আমি ডুব।