মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ২ জন নিহত হয়েছেন। মাগুরা সদর উপজেলার ইছাখাদা ও কেচুয়াডুবি এলাকায় সোমবার এ দুর্ঘটনা ঘটে।
মাগুরা হাইওয়ে পুলিশের (উপ পরিদর্শক) এস আই মাহাবুবুর রহমান জানান, সকালে মাগুরা থেকে একটি মাহেন্দ্র অটো টেম্পু যাত্রী নিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথে মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা এলাকায় পৌঁছলে ওই মাহেন্দ্রের সাথে একটি বাস ও একটি ব্যাটারী চালিত ভ্যানের ত্রিমুখি সংঘর্ষ হয়। এসময় মাহেন্দ্রতে থাকা আব্দুস সালাম খান (৬০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে দুপুরে মাগুরা-যশোর মহাসড়কের কেচুয়াডুবি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস মারিয়া নামের এক শিশুকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুক শিশুকে মৃত ঘোষণা করে চিকিৎসক।
বিডি প্রতিদিন/এএম