হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি আসন্ন দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে উদযাপন করার আহ্বান জানিয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে।
বুধবার দুপুরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা ডাকবাংলো হলে উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পূজার প্রস্তুতি বিষয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রিন্স।
এ সময় প্রিন্স বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতায় এবং ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাসী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতি নির্বিশেষে সকল মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ দেশ ও জাতি গড়তে চান। তিনি ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলের প্রতি তারেক রহমানের পাশে থেকে সহযোগিতার আহ্বান জানান।
অপর এক অনুষ্ঠানে প্রিন্স বলেন, ‘প্রতিটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকতেই পারেন, তবে সার্বিক বিবেচনায় দল একজনকেই মনোনয়ন দেবে-এটাই স্বাভাবিক। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে বিভেদ ও দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
এ সময় তারেক রহমানের দেয়া নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে-সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’
এ সময় ধোবাউড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক দিলীপ কুমার চন্দ্র, মিনতি শীল, ঝুমা রাণী সরকার, সঞ্জিৎ সরকার, বিমল চন্দ্র গুফ, হাজং বিনয় রায় এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত