বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বগুড়ার সারিয়াকান্দিতে লিফলেট বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার পৌর এলাকার হিন্দুকান্দিসহ বিভিন্ন এলাকায় লিফলটে বিতরণ করেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম।
লিফলেট বিতরণকালে তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা হলো সংবিধান সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা। এটি রাষ্ট্র মেরামতের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যা ইতোমধ্যে জনগণের মধ্যে আশার সঞ্চার করেছে। ’
কাজী রফিকুল ইসলাম আরও বলেন, ‘জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। এই দফাগুলোর মূল লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা। যেখানে মানুষ নিরাপদে কথা বলতে পারবেন। ন্যায়বিচার পাবেন এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত হবে।’
এ সময় তারেক রহমানের ৩১ দফার উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরেন তিনি। এ ছাড়া এলাকার উন্নয়নসহ প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন। লিফলেট বিতরণের সময় বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।