বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ এবং রাষ্ট্র পরিচালনায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিএনপির কোনো বিকল্প নেই। যদি দেশের মঙ্গল চান, তাহলে আগামী নির্বাচনে ধানের শীষের কোনো বিকল্প নেই।
আজ জাতীয় প্রেসক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিলম্বের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচন পিছিয়ে দিলে আরও জনঅসন্তোষ বাড়বে। ফেব্রুয়ারির নির্বাচন হতেই হবে। এর কোনো বিকল্প নেই।
তিনি দাবি করেন, আওয়ামী লীগ অতীতে নির্বাচন এড়িয়ে যেতে চেয়েছিল, কারণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা ছিল।
তিনি বলেন, হাসিনা চাইতেন না নির্বাচন হোক। কেন? কারণ নির্বাচন হলে তারেক রহমান এসে দেশ পরিচালনা করবেন; এই ভয় থেকেই তিনি নির্বাচন এড়িয়ে যেতে চাইতেন। ৫ আগস্টের পরিবর্তনের পরও দুয়েকটি দল এখনো বলছে নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় চলে আসবে। আমরা কি ক্ষমতায় আসার জন্য দোষী? ক্ষমতা তো জনগণই দেয়। জনগণ যদি বিএনপিকে চায়, তাহলে কার সমস্যা? জনগণ বিএনপিকে চায় কারণ বিএনপির এমন একটি অতীত আছে, যেটি নিয়ে বিএনপি গর্ব করতে পারে।
সমাবেশে সভাপতিত্ব করেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন। উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বিএনপি নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকনসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন