এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে টস জিতে পাকিস্তানের ‘এ’ দল পাকিস্তান শাহিনসকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ 'এ' দল। কিন্তু পাকিস্তান ব্যাটিংয়ে নেমে কিছু বুঝে ওঠার আগেই দ্রুত ২ উইকেট হারিয়েছে তারা।
প্রথম বলেই ইয়াসির খান রানআউট হন। এরপর দ্বিতীয় ওভারের প্রথম বলেই মোহাম্মদ ফাইককে বোল্ড করেন মেহেরব হোসেন। এর ফলে মাত্র দুই ওভার শেষে পাকিস্তান শাহিনসের রান ১৮/২।
টুর্নামেন্টজুড়ে ভুট্টিতির জন্য ঝুঁকিপূর্ণ ব্যাটসম্যান ইয়াসির ও ফাইক আজও বড় কিছু করতে পারেননি।
প্রথম ওভারে রিপন মণ্ডলের বোলিংয়ে মিড-অন ফিল্ডার আবদুল গাফফার সাকলাইন দারুণ সতর্কতায় ইয়াসিরকে স্টাম্প আউট করেন। এরপর দ্বিতীয় ওভারে ফাইক অফসাইড খেলতে গিয়ে স্টাম্পে আঘাত পেয়ে আউট হন। তৃতীয় ওভারে পাকিস্তান ব্যাটসম্যানরা কিছুটা স্বস্তি পেলেও আরও দুইবার এজ ও ক্যাচে ফিল্ডার না থাকার কারণে বেঁচে যায়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে পাকিস্তান শাহিনসের রান ৫ উইকেটে ৭৫।
বিডি-প্রতিদিন/আশফাক