সংস্কার পরবর্তী কাম্প ন্যুয়ে ফুটবল ফিরে এসেছে নতুন সাজে, আর সেই মঞ্চে প্রথম গোলটি করে ইতিহাসে নিজের নাম লিখালেন বার্সেলোনার পোলিশ তারকা রবার্ট লেভানদোভস্কি। গোলটি করে রোমাঞ্চ লুকাতে পারেননি তিনি। ম্যাচ শেষে বললেন, এটি এমন একটি মুহূর্ত যা তিনি সারাজীবন মনে রাখবেন।
শনিবার ঘরের মাঠে আথলেতিক বিলবাওকে ৪-০ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা। জোড়া গোল করেন ফেররান তোরেস, আর একটি করে গোল করেন লেভানদোভস্কি ও ফারমিন লোপেস। ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই লেভানদোভস্কির গোল এনে দেয় দলকে লিড।
ম্যাচ শেষে ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে লেভানদোভস্কি বলেন,'শুধু আমার জন্য নয়, সবার জন্যই আজকের দিনটা বিশেষ। কাম্প নউয়ে ফিরে প্রথম গোল করতে পেরে আমি খুব খুশি। বহু স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতা আছে, কিন্তু এখানে খেলা সবসময়ই বিশেষ। আমি গর্বিত নিজের জন্য, গর্বিত দলের জন্যও কারণ আমরা দারুণ খেলেছি এবং জিতেছি। এই প্রথম গোল আমি জীবনের শেষ পর্যন্ত মনে রাখব।'
তিনি আরও বলেন,'জাতীয় দল থেকে দুই-তিন দিন আগে ফিরে আসার পরই মনে হচ্ছিল, কিছু একটা বিশেষ ঘটতে যাচ্ছে। আমরা জানতাম, এই ম্যাচ দীর্ঘদিন মনে রাখার মতো হবে। আমরা খুব ভালো খেলেছি, দলকে নিয়ে আমি ভীষণ খুশি।'
আসন্ন মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে চেলসির মাঠে নামবে বার্সেলোনা।
বিডি প্রতিদিন/মুসা