বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী,দল, মত নির্বিশেষে সকলকে নিয়ে রেইনবো নেশন গড়ে তুলবে, যা জাতিকে ইনক্লুসিভ ও পজিটিভ বাংলাদেশ উপহার দেবে। তিনি গারো সম্প্রদায়সহ ক্ষুদ্র জাতি গোষ্ঠীর জনগণের প্রতি বিএনপির পাশে থেকে নিজ ঐতিহ্যকে ধারণ করে আধুনিক এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বিনির্মানের পথযাত্রায় তারেক রহমানের নেতৃত্বে শামিল হবার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার সকালে ময়মনসিংহের হালুয়াঘাটে আলোকিত হালুয়াঘাট গড়ে তুলতে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে গারো সম্প্রদায়ের মাহারী (গোত্র ) ভিত্তিক প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, ধর্ম, ভাষা, সংস্কৃতি, গোত্র নির্বিশেষে অমরা সবাই বাংলাদেশি। একাধিক ধর্ম, ভাষা, সংস্কৃতির এই বাংলাদেশে স্বাধীনতা পরবর্তীকালে তৎকালীন আওয়ামী সরকার শুধু বাংলা ভাষা ও সংস্কৃতি কেন্দ্রীক জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করে অন্যান্য ভাষা, সংস্কৃতি এবং ক্ষুদ্র জাতি গোষ্ঠীকে অস্বীকার করেছিলো। যার পরিপ্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরর্বতীতে সকল ধর্ম, ভাষা, সংস্কৃতি , ইতিহাস, ঐতিহ্যের সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তবাদ প্রতিষ্ঠা করে দেশবাসীর প্রত্যাশা পূরণ করেছিলেন।
তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য, আওয়ামী লীগ বাংলাদেশি জাতীয়তাবাদের এই মর্মবাণী অপব্যাখ্যা করে অন্যান্য ধর্মাবলম্বী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে বিভ্রান্ত করেছে ।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি কোনও নির্দিষ্ট ধর্ম বা জাতিগোষ্ঠীর দল নয়। বিএনপি বাংলাদেশে বসবাসকারী সকল ধর্মাবলম্বী ও জাতিগোষ্ঠীর দল।
হালুয়াঘাট পৌর শহরের ইমেক্স হোটেলে হালুয়াঘাট ট্রাইবাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যন সুব্রত রেমার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/জুনাইদ