বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, তারেক রহমান আরেক জিয়াউর রহমান। জনগণ তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে। তারেক রহমানের হাত ধরেই বিএনপি শহীদ জিয়াউর রহমানের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করবে, দেশের মালিকানা জনগণের হাতে তুলে দেবে।
বুধবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটের পৌর শহরের ডি এস মাদরাসা ময়দানে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন আয়োজিত মিছিলপূর্ব সমাবেশে এসব কথা বলেন প্রিন্স।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স বলেন, বিএনপি এবং জিয়া পরিবার বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। ৪৭ বছরে আপামর জনসাধারণের ভালোবাসা, আস্থা, বিশ্বাসে সিক্ত হলেও হাসিনা-এরশাদসহ আধিপত্যবাদী শক্তি বিএনপি এবং জিয়া পরিবারকে বারবার ধ্বংস ও নিশ্চিহ্ন করতে চেয়েছে। কিন্তু জনগণ ততবারই বিএনপি ও জিয়া পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে, শক্তি ও সাহস জুগিয়েছে, রক্ষা করেছে।
তিনি বলেন, বিএনপি ও জিয়া পরিবার জনগণের শক্তিতে বলীয়ান হয়ে ওই সব অপশক্তিকে পরাজিত করেছে। তারেক রহমানের দু’চোখ ভরা স্বপ্ন, দৃষ্টিজুড়ে বাংলাদেশ, বুক ভরা আশা।
তিনি জনগণকে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করে তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান।
বিএনপির এই যুগ্ম মহাসচিব জনগণ ও বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, একদিকে গণঅভ্যুত্থানে পতিত ও পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট এবং দুর্ভাগ্যজনক হলেও সত্য অন্যদিকে, গণঅভ্যুত্থানে অংশ নেয়া কয়েকটি দল গণতন্ত্র ফিরিয়ে আনার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে বর্ণাঢ্য মিছিলটি হালুয়াঘাট পৌর শহরের হাসপাতাল, উপজেলা পরিষদ, পুরাতন বাসস্ট্যান্ড, উত্তর বাজার, শহীদমিনার প্রদক্ষিণ করে হালুয়াঘাট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। মিছিলে রঙ বেরঙের পতাকা হাতে শত শত নারী, গারো জাতিগোষ্ঠী ও হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষের উপস্থিতি এবং বিএনপি এবং অঙ্গ সংঠনের পতাকা হাতে হাজারও নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতি সকলের নজর কাড়ে।
বিডি-প্রতিদিন/বাজিত