কক্সবাজারের টেকনাফের নাফ নদের নাইক্ষ্যংদিয়া মোহনা দিয়ে মাছ ধরতে যাওয়া ১টি নৌকাসহ ৪ জেলে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠি আরাকান আর্মির সদস্যরা। তারা হলেন- দুই সহোদর আব্দু রহমান (৩৮), আবুল কালাম (৪০) ও শফি আলম (১৯)। তারা সবাই শাহপরীর দ্বীপের জালিয়া পাড়ার বাসিন্দা। এছাড়া মনির আহমদ নামে একজন রোহিঙ্গা জেলে আটক রয়েছেন বলে জানা গেছে।
সোমবার সকাল সাড়ে ৯ টার সময় শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার আব্দু রহমানের মালিকানাধীন একটি মাছ ধরার নৌকা নিয়ে তারা সাগরে মাছ শিকারে যান। সাগরে যাওয়ার সময় নৌকাসহ তাদের আটক করে নিয়ে যায় বলে জানান ইউপি সদস্য আব্দুস সালাম।
মিয়ানমার ভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানায়, আরাকান আর্মি দাবি করেছে অবৈধভাবে আরাকানের জলসীমায় প্রবেশ করে মাছ ধরার অভিযোগে জেলেদের আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহেসান উদ্দিন বলেন, ৪ জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। এখন পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএম