মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে বলেছেন, তার উচিৎ পারমাণবিক চালিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পরিবর্তে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করা।
সোমবার হোয়াইট হাউজের পোস্ট করা এক অডিও ফাইলে ট্রাম্প সাংবাদিকদের একথা বলেছেন। রাশিয়ার উদ্দেশে ট্রাম্প বলেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করে তোমাদের উচিত যুদ্ধ শেষ করা। যুদ্ধ এক সপ্তাহে শেষ হওয়ার কথা, তা এখন চতুর্থ বছরে।
এর আগে, গত রবিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, রাশিয়া যে কোনও প্রতিরক্ষা ঢাল ভেদ করতে সক্ষম নতুন পারমাণবিক শক্তি চালিত বুরেভেস্তনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। তার দেশ এই অস্ত্র মোতায়েনের পথে হাঁটছে।
রাশিয়ার সামরিক বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি জানিয়েছিলেন, গত ২১ অক্টোবর পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রটি ১৪ হাজার কিলোমিটার ভ্রমণ করেছে এবং প্রায় ১৫ ঘণ্টা ধরে আকাশে অবস্থান করেছে।
সম্প্রতি জাপান সফরে থাকা ট্রাম্পকে সোমবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকরা রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এতদূরে উড়ার প্রয়োজন নেই। কারণ, রাশিয়া উপকূলে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন আছে।
তিনি বলেন, তারা (রাশিয়া) জানে যে, আমাদের কাছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ পারমাণবিক সাবমেরিন আছে। তাই আমি বলতে চাইছি, তাদের তীরে যেতে এটিকে ৮ হাজার মাইলও যেতে হবে না।
বিডি-প্রতিদিন/শআ