বিদেশের একাধিক উৎসবে প্রশংসিত ‘কাঠগোলাপ’ সিনেমাটি বাংলাদেশে ‘নিষিদ্ধ’ ঘোষণা করা হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, “আপিল আবেদন নাকচের কারণে চলচ্চিত্রটি সার্টিফিকেশনবিহীন চলচ্চিত্র হিসেবে বিবেচিত হওয়ায় সমগ্র বাংলাদেশে চলচ্চিত্রটির প্রদর্শনী নিষিদ্ধ করা হল।”
চলচ্চিত্রটি কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্তকরাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রজ্ঞাপনে হুঁশিয়ার করা হয়েছে। মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩ এর ১২(১) উপ-ধারা লংঘন করে 'কাঠগোলাপ' চলচ্চিত্রটি আপিল আবেদন দাখিল করায় তা নাকচ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর রহমানকে ফোন করা হলে তিনি বলেন, সিনেমাটিরি প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। কী কারণে নিষিদ্ধ করা হয়েছে, জানাতে চাইলে তিনি পরে বিস্তারিত মন্তব্য করবেন বলে জানান।
ফরমান আলী প্রযোজিত ড্রিমল্যান্ড এন্টারটেইনমেন্ট নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন সাজ্জাদ খান। সিনেমার প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, কেয়া ও মেঘলা মুক্তা। তাঁদের একজন গৃহিণী, একজন করপোরেট চাকরিজীবী, একজন শিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন।
সিনেমার কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন অপূর্ণ রুবেল। এতে আরও অভিনয় করেছেন রাশেদ অপু, এ কে আজাদ, জামশেদ শামীম, কুন্তল বুকি, শিল্পী সরকার অপু, সুজন হাবিব।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ