গাজীপুরের টঙ্গীতে একটি কারখানায় অভিযান চালিয়ে পলিথিন তৈরির কাঁচামাল জব্দ ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার টঙ্গীর মাছিমপুর এলাকার কারখানাটিতে অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় ২০৫ কেজি পলিথিন ও পলিথিন তৈরির ১ হাজার ১২০ কেজি কাঁচামাল জব্দ করা হয়। সেই সঙ্গে কারখানার মালিক জসিম উদ্দিনের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক পারভেজ রানা জানান, কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে মামলা করা হবে। এসময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মিকাইল হোসাইন ও র্যাব-১ এর কর্মকর্তা শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।