বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, নির্মম দমন-নিপীড়ন উপেক্ষা করে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে রেখেও বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রশ্নে অবিচল থেকে ইতিহাস সৃষ্টি করেছেন। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের কাছে মাথা নত করেন নাই তিনি।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন প্রিন্স।
প্রধান অতিথির বক্তব্যে এমরান সালেহ প্রিন্স বলেছেন, জিয়া পরিবার বাংলাদেশের জন্য আশীর্বাদ। শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলন সফল করে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। তারেক রহমান আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটিয়ে বৈষম্যহীন নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে চলেছেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই ইতিহাসের কঠিন ও কঠোর এবং নিকৃষ্টতম ফ্যাসিবাদের পতন হয়েছে। তিনি দেশপ্রেম ও সততার প্রতীক, জাতীয়তাবাদী শক্তির হিরণ্ময় হাতিয়ার। ইতিহাস সৃষ্টিকারী দেশনেত্রী যুগে যুগে গণতন্ত্রের প্রেরণা হয়ে থাকবেন।
তিনি বলেন, বেগম জিয়া অসুস্থ হয়েও দেশ, জাতি, গণতন্ত্রের জন্য ভাবেন, দলের খোঁজখবর রাখেন ও প্রয়োজনীয় পরামর্শও দেন। তাঁর পরামর্শ ও নির্দেশনায় তারেক রহমান সিদ্ধান্ত নেন। তিনি সকলের প্রতি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করার আহ্বান জানান।
দোয়া মাহফিলে উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, পৌর বিএনপির সদস্য সচিব আবদুল আজিজ খান বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/বাজিত