হবিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মো. জিয়াউল হাসান। বুধবার দুপুরে তিনি জেলার বাহুবল উপজেলার মিরপুর বাজার, ইজ্জতপুর দুর্গাপূজা মণ্ডপ ও শায়েস্তাগঞ্জ উপজেলার বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি সংক্ষিপ্ত মতবিনিময় সভা করেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে।
মতবিনিময়কালে জিয়াউল হাসান বলেন, প্রতি বছরের ন্যায় এবারও দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় কাজ করছে আনসার সদস্যরা। আনসার সদস্য ছাড়া দুর্গাপূজা ও নির্বাচন কল্পনা করা যায় না। এবার হবিগঞ্জ জেলায় ৬৫৯টি মণ্ডপে মোট ৪ হাজার ১৫২ জন আনসার ভিডিপি সদস্য কাজ করছেন। তাদের নিরলস প্রচেষ্টার কারণে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে।
তিনি বলেন, সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন হোক-এটাই আমাদের চাওয়া। আর তার জন্য প্রতীমা বিসর্জন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবে আনসার সদস্যরা।
মতবিনিময়কালে পূজা উদযাপন নেতৃবৃন্দসহ অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা কমান্ড্যান্ড হোসনে আরা হাসিসহ জেলা আনসার বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/এমআই