শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম।
বুধবার সকালে পৌর শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরে পরিদর্শনে যান তিনি।
এ সময় ডিআইজি আমিনুল বলেন, সনাতন ও মুসলিম ধর্মের ভাই-বোনেরাসহ অন্যান্যরা যারা আছেন... আমাদের যে সম্প্রীতির বন্ধন, এটা দীর্ঘসময় ধরে চলে আসছে। এটা বিঘ্ন করার চেষ্টা যখনি যেই করেছে, তারা হতাশ হয়েছে। আমাদের বাংলাদেশে সব ধরনের মানুষেরা যে সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে, এটা অটুট থাকবে। এটা কেউ নষ্ট করতে পারবে না। আমাদের সম্প্রীতির বন্ধনকে কেউ নস্যাৎ করতে পারবে না।
এ সময় পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরের সভাপতি স্বপন দে সোপু, সাধারণ সম্পাদক যামিনী কুমার রায়, সাংগঠনিক সম্পাদক জয় মহন্ত অলকসহ হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কেএ