মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পুড়াপাড়া নামক স্থানে সাইফুল ইসলাম(৩০) নামের একজন নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গাংনী উপজেলার পড়াপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার দিঘিরপাড়ার টুটুল মিয়া ছেলে।
স্থানীয়রা জানান, মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পুড়াপাড়া নামক স্থানে রাস্তার উপরর নিহত লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরা দেহ উদ্ধার করে।
গাংনী থানার ওসি বানি ইসরাইল জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে মৃত্যুর কারণে নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।
বিডি প্রতিদিন/এএম