বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতায় বিশ্বাস করে। বিএনপি ইসলামের পক্ষের দল। শহীদ জিয়া সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম ও সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস সংযোজন করেছিলেন। অথচ ইসলামের নামে রাজনীতি করা একটি মহল বিএনপিকে নিয়ে অপপ্রচার করছে।
রবিবার বিকেলে ধোবাউড়া জেলা পরিষদ ডাকবাংলো হলে ওলামাদলের উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না। কিন্তু ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতা রক্ষায় কাজ করে। বিএনপি মনে করে ধর্মীয় মূল্যবোধ থাকলে সমাজে খারাপ কাজ থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে।
আলেম-ওলামাদের বিএনপির পতাকাতলে সমবেত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আলেম-ওলামাদের মর্যাদা ও সম্মান প্রতিষ্ঠায় বিএনপি কাজ করবে। তিনি প্রতি ইউনিয়ন ও ওয়ার্ডে ওলামা দলের সংগঠন মজবুত করার আহ্বান জানান।
প্রিন্স বলেন, কিছু রাজনৈতিক দল নির্বাচনে বিপর্যয়ের আশঙ্কা করে নিত্য নতুন ইস্যু নিয়ে এসে জটিলতা করে নির্বাচন বিলম্বিত করতে চায়। পিআর পদ্ধতির নির্বাচনের ধোয়া তুলে বিতর্ক সৃষ্টি করে জাতীয় ঐক্যে ফাটল ধরানো হচ্ছে।
তিনি বলেন, পিআর পদ্ধতিতে জনপ্রতিনিধি নির্বাচনে যেমন জনগণের অধিকার হরণ হয়, তেমনি দেশে আবার দলীয় কর্তৃত্ববাদ, স্বৈরাচার ও ফ্যাসিবাদ কায়েমের পথ প্রশস্ত করবে। প্রতিষ্ঠার পর থেকে বর্ণচোরার মতো আওয়ামী লীগ ও আধিপত্যবাদী শক্তিকে বাতাস দেওয়া দলের হঠাৎ করে পিআর পদ্ধতির দাবিতে সোচ্চার হওয়ার পেছনে যড়যন্ত্র আছে। নির্বাচনে যাদের ভরাডুবি হবে, তারাই পিআর পদ্ধতিতে ভোট চায়।
জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ধোবাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রব্বানী সুমন, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা আলী আকবর, সদস্য সচিব মওলানা শামীম হাসান, মাওলানা ওবায়দুল্লাহ, মাওলানা হাবিবুর রহমান, দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের হাফেজ সাদ্দাম হোসেন, গামারীতলা ইউনিয়নের মাওলানা বাহলুল হোসেন, সদর ইউনিয়নের আলী অজগর, পুরাকান্দুলিয়া ইউনিয়নের মাওলানা কামাল উদ্দিন, মাওলানা মখলেসুর রহমান, গোয়াতোলা ইউনিয়নের মাওলানা শরিফুল ইসলাম, ঘোষগাঁও ইউনিয়নের মাওলানা আবদুল হালিম, বাঘবেড় ইউনিয়নের মাওলানা নুরুজ্জামান বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এমআই