ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা (ডিবি দক্ষিণ) পুলিশ পাঁচ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতাররা হলেন —মো. বিজয় (২৬) ও মো. জুয়েল হোসেন (৩১)।
রবিবার ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ও আমবাগিচা এলাকায় উপপরিদর্শক (নিরস্ত্র) মো. টিটুল হোসাইনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় পাঁচ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ বিজয় ও জুয়েলকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। নতুন করে তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সুজন