নোয়াখালী বিভাগ বাস্তবায়ন হলে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে। অর্থনৈতিক চিত্র পাল্টে যাবে। নোয়াখালীর উপকূলীয় অঞ্চলে অসংখ্য জমি জাগছে। এখানে সমুদ্রবন্দর হতে পারে এবং বিমানবন্দর হতে পারে। এটা হলে অর্থনৈতিকভাবে চিত্র পাল্টে যাবে।
শনিবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত গুণীজনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু ইউসুফসহ বিভিন্ন গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল