নারায়ণগঞ্জ শহরের মাসদাইর বেগম রোকেয়া স্কুলের গলির সামনে মো. নাহিদুর রহমান পারভেজ (৩০) নামে এক যুবককে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। এ সময় চাকু, লোহা ও পিস্তলের আঘাতে তাকে জখম করা হয়।
শনিবার দুুপুরে শহরের মাসদাইর বেগম রোকেয়া স্কুলের এলাকায় এ ঘটনা ঘটে। আহত পারভেজ মাসদাইর এলাকার বাসিন্দা ও ১৩ নম্বর ওয়ার্ড কৃষকদলের সাংগঠনিক সম্পাদক। একই সাথে তিনি মুদি ব্যবসায়ী।
এ ছাড়া তার ছোট কনফেকশনারী দোকান ও ইন্টারনেট ব্যবসা রয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত পারভেজ বলেন, মাসদাইর বাজার থেকে আসার পথে বেগম রোকেয়া স্কুলের সামনে দাঁড়িয়েছিলাম। এসময় একজন দাঁড়িয়ে থাকার জন্য অস্ত্র বের করে গুলি করে। আরেকজন পিছন থেকে দৌড়ে এসে চাকু দিয়ে কোপ দেয়। আরেকজন এসে লোহা দিয়ে মাথায় বাড়ি মারে। পরে আমি দৌড়ে চলে আসি।
তিনি আরও বলেন, আমি শুনেছি এই গলিতে কয়েকজন মাদক ব্যবসা করে। এজন্য তারা মনে করছে আমি তাদের দেখছি। কিন্তু আমি এখানে দাঁড়িয়ে অন্যজনকে দেখছিলাম। আমি এর বিচার চাই।
পারভেজের মা মোকারিমা বলেন, তারা আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল। আমি এ ঘটনার বিচার চাই।
ফতুল্লা থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, আমি নিজে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে এসেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই