একটা সময় ফুটবল খেলা দেখতে মাঠে উপস্থিত হতো হাজারো দর্শক। কিন্তু ক্রিকেটের প্রভাবে সেই উন্মাদনা অনেকটা কমে আসে। তবে সোনালি সেই দিনের আবহে যেন ফিরে এসেছিল শেরপুরের খাঁন বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে।
শনিবার (৮ নভেম্বর) বিকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় ভরে ওঠে স্টেডিয়াম। বিকেলে খেলা শুরু হওয়ার কথা থাকলেও, দুপুর থেকে স্টেডিয়ামের গ্যালারি ছিল দর্শকদের উপচে পড়া ভিড়।
ফাইনালে অংশ নেয় শেরপুর জেলা দল বনাম বগুড়া জেলা দল। বিপুল সংখ্যক দর্শকদের উপস্থিতিতে টানা টান উত্তেজনায় রুপ নেয় ম্যাচ। ম্যাচে আধিপত্য ধরে রেখে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে শেরপুর জেলা দল। তারা ১-০ গোলে জয়লাভ করেন।
এর আগে অবিভক্ত বাংলার স্পিকার ফজলুর রহমানের স্মৃতি উপলক্ষে এই ফাইনাল খেলার উদ্বোধন করেন তার কন্যা রাজিয়া সামাদ ডালিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির -উদ-দৌলা।
এতে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার আমিনুল ইসলাম, শেরপুর সদর আসন থেকে বিএনপি মনোনীত প্রাথী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা, জামায়াত সমর্থিত প্রার্থী হাফেজ মো. রাসেদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ পলাশসহ অনেকে উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিডি প্রতিদিন/কামাল