রাজবাড়ীতে ইজিবাইক ও ভ্যান ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার বিকেলে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুর ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন— মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ধোলাইল গ্রামের নাদির বিশ্বাসের ছেলে মিজানুর রহমান ওরফে মিন্টু (৩৮) এবং গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার খান্দারপার গ্রামের সাকেম মুন্সীর ছেলে সাখাওয়াত মুন্সী (৩৫)।
ডিবি পুলিশ জানায়, বুধবার ভোরে মাগুরার ধোলাইল এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যমতে, বৃহস্পতিবার সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে সাখাওয়াত মুন্সীকে গ্রেফতার করা হয়। এ সময় তার জিম্মায় থাকা ব্যাটারিচালিত একটি ইজিবাইক উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর বিকেলে রাজবাড়ীর কালুখালী উপজেলার সামনে থেকে পুলিশ পরিচয়ে তিনজন ব্যক্তি মদাপুর ইউনিয়নের বাসিন্দা জামাল শেখের ইজিবাইক ভাড়া করেন। তারা ইজিবাইক চালককে মাদক মামলার আসামি ধরার কথা বলে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর কালী মন্দির এলাকায় নিয়ে যান। পরে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে সময়ক্ষেপণ করে ক্লান্ত জামালকে পানি ও বিস্কুট খেতে বলেন। তিনি অস্বীকৃতি জানালে ধমক দেওয়া হয়। পুলিশের ভয়ে জামাল পানি ও বিস্কুট খেলে অচেতন হয়ে পড়েন। এরপর আসামিরা ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর জামাল শেখ বাদী হয়ে ২৭ অক্টোবর রাজবাড়ী সদর থানায় মামলা করেন। মামলার তদন্তে জেলা গোয়েন্দা পুলিশ নামে।
ওসি মফিজুর ইসলাম বলেন, আমরা ইজিবাইক ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতারসহ একটি ইজিবাইক উদ্ধার করেছি। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল