দিনাজপুরের বীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাই চলাকালে ধসে পড়ে গুরুতর আহত হয়েছেন মো. জুয়েল হাবিব (২২) নামে এক শ্রমিক। তাকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মরিচা ইউনিয়নের ১৪ হাত বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল থেকে বীরগঞ্জের মরিচা ইউনিয়নের সাতখামার গ্রামের সাইদুর রহমানের ছেলে আহসান হাবিব শামীমের নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন একদল শ্রমিক। ঢালাই চলাকালীন দুপুর আনুমানিক ১টার দিকে হঠাৎ করে ধসে পড়ে। সংবাদ পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন।
বীরগঞ্জ ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মসলেম উদ্দিন জানান, অভিযানে আশঙ্কাজনক অবস্থায় মো. জুয়েল হাবিব নামে একজন আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। নির্মাণ কাজে ত্রুটি বা কাঠামোগত দুর্বলতার কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে অনেকে মনে করছেন। তবে প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হবে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/আশফাক