মাগুরায় সালিশি বৈঠককে হাতুড়িপেটায় বাদশা মোল্যা (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বলুকগ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাদশা মাতবর হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার জমির ধান কাটা নিয়ে ওই গ্রামের আনোয়ার হোসেন ও শিউলি খাতুনের মধ্যে বিরোধ দেখা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে শুক্রবার দুপুরে মীমাংসার জন্য সালিশি বৈঠক বসে। একপর্যায়ে আনোয়ারের ছেলে উত্তেজিত হয়ে বাদশা মোল্যার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। এতে গুরুতর জখম অবস্থায় বাদশা মোল্যা ঘটনাস্থলেই মারা যায়।
এ ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অভিযুক্ত আনোয়ারের বসতবাড়ির দুটি ঘরে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশ, সেনাবাহিনীর টহল দল ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব আলী জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিপ্রতিদিন/এমই