বাগেরহাটে দূরপাল্লার বাসচাপায় মো. শামীম তালুকদার (৩০) নামের এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় খুলনা-বাগেরহাট মহাসড়কের আঞ্চলিক পার্সপোর্ট অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত শামীম তালুকদার বাগেরহাটের শরণখোলা উপজেলার কদমতলা গ্রামের মতিয়ার রহমান তালুকদারের ছেলে। শামীম তালুকদার দীর্ঘদিন ধরে শহরের মেগনিতলা এলাকায় ভাড়া থাকতেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ-উল হাসান জানান, শুক্রবার সকালে বাসা থেকে বের হয়ে মোটরসাইকেল চালিয়ে মহাসড়কে উঠলেই ঢাকা থেকে আসা একটি যাত্রীবাহী দূরপাল্লার বাসটি মোটরসাইকেলসহ শামীমকে চাপা দেয়। গুরুত্বর আহত শামীমকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনার সাথে সাথে বাসের চালক ও সহযোগীরা পালিয়েছে। চাপা দেয়া বাসটিকে জব্দ করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/এএম