বেকার ও অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে মেহেরপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেহেরপুর শ্যামপুর ইউনিয়নের ম্যামপুর প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।
কুষ্টিয়া ল্যাব কেয়ার-এর যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত ক্যাম্পে ২৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় দুই হাজার সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দেন। একই সঙ্গে প্রাথমিক ও প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
চিকিৎসা নিতে আসা স্থানীয় জেরাতুন নেসা জানান, আমি অসহায় বৃদ্ধ, আমার কেউ নেই। ডাক্তারের কাছে যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারেনি। কেউ নিয়েও যায়নি। আজ এখানে চিকিৎসা সেবা নিতে এসেছি। ডাক্তার ভালো ভাবে দেখেছে, বেশরি ভাগ ওষুধই এখান থেকে দিয়ে দিয়েছে।
মেডিকেল ক্যাম্পের প্রধান সমন্বয়ক ও ল্যাব কেয়ারের চেয়ারম্যান ডা. সজিবুল হক বলেন, এই ক্যাম্পের আয়োজন করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান। তিনি ব্যক্তিগতভাবে প্রতি সপ্তাহে শহর ও ইউনিয়নে এ ধরনের সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
কামরুল হাসান বলেন, চতুর্থ দিনের মতো এই ক্যাম্প আজ শুরু হয়েছে। ৩১ দফা বাস্তবায়নের জন্য আমি ক্যাম্পের মাধ্যমে মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পৌছে দেওয়ার চেষ্টা করছি।
বিডি প্রতিদিন/এমআই