কুতুবদিয়ায় সড়ক দুর্ঘটনায় পাঁচ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের সামনে আজম সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মো. আব্দুল্লাহ আল সাবিদ ওই ইউনিয়নের আজিম উদ্দিন সিকদার পাড়ার বাসিন্দা মো. হোছাইনের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইমরুল ফারুক।
প্রত্যক্ষদর্শী ও নিহতের মামা এম. এরশাদ জানান, মো. আব্দুল্লাহ আল সাবিদ সড়কে চালকের অনুপস্থিতিতে গাড়ীতে ওঠে চাবি দিয়ে চালানোর চেষ্টাকালে বেপরোয়া গতিতে সামনের অপর আরেকটি অটোরিকশার ধাক্কায় আহত হয়। পরে, তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. আব্দুল্লাহ আল সাবিদকে মৃত ঘোষণা করেন। এদিকে, এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন।
বিডি প্রতিদিন/এএম