স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে কর্মবিরতি ঘোষণা দিয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে এ কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।
এ সময় বাংলাদেশ হেলথ এসিস্টেন চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সাবেক সভাপতি আরশাদুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের দপ্তর সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকরাম খন্দকার স্বপন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি সালাউদ্দিন টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আল মাউস, সদর উপজেলার সাধারণ সম্পাদক মো. নাজির আহমেদ, আশুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, বিজয়নগর উপজেলা সভাপতি তাছলিমা খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।
তারা এ সময় দাবি বাস্তবায়নে সারা দেশে ১ লাখ ২০ হাজার আউটরিচ ইপিআই টিকাদান ১ অক্টোবর থেকে বন্ধ এবং ১২ অক্টোবর টাইফয়েড টিকার ক্যম্পেইনের কার্যক্রম অনিদিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেয়।
বিডি প্রতিদিন/জামশেদ