মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবিসির বিরুদ্ধে যে বিলিয়ন-ডলারের মানহানির মামলা করার হুমকি দিয়েছেন, সোমবার তা মোকাবেলার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যমটির চেয়ারম্যান।
কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় সামির শাহ বলেন, ‘আমি আপনাদের কাছে একেবারে স্পষ্ট করে বলতে চাই—আমাদের অবস্থান বদলায়নি। মানহানির মামলার কোনো ভিত্তি নেই এবং আমরা দৃঢ়ভাবে লড়াই করতে বদ্ধপরিকর।’
বিবিসির একটি অনুষ্ঠানে ট্রাম্পের একটি ভাষণ বিভ্রান্তিকরভাবে সম্পাদনা করার পর সৃষ্ট বিতর্কের মধ্যেই এ মন্তব্য আসে।
ট্রাম্প শুক্রবার বলেন, তিনি বিবিসির বিরুদ্ধে পাঁচ বিলিয়ন ডলার পর্যন্ত মামলা করবেন, যদিও ব্রিটিশ সম্প্রচারকটি সম্পাদনার জন্য ক্ষমা চেয়েছে কিন্তু ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানিয়েছে।
বিবিসি ট্রাম্পের আইনি মানহানির অভিযোগ প্রত্যাখ্যান করেছে, কিন্তু প্রেসিডেন্ট মনে হচ্ছে বিষয়টি ছাড়তে রাজি নন—যদিও শীর্ষ বিবিসি কর্মকর্তাদের পদত্যাগ এবং লন্ডনের সঙ্গে সম্পর্কের টানাপড়েনের সম্ভাবনা তৈরি হয়েছে।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা তাদের বিরুদ্ধে এক থেকে পাঁচ বিলিয়ন ডলারের মধ্যে মামলা করব, সম্ভবত আগামী সপ্তাহেই। আমার মনে হয় আমাকে এটা করতেই হবে। তারা তো স্বীকারও করেছে যে তারা প্রতারণা করেছে।’
বিষয়টি যুক্তরাজ্যে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে এবং শাহ বলেছেন, ‘আমরা অবশ্যই আমাদের তহবিলের সুবিধা এবং লাইসেন্স-ফি প্রদানকারীদের—ব্রিটিশ জনসাধারণের—স্বার্থ রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে অত্যন্ত সচেতন।’ সম্পাদকীয়ভাবে পরিবর্তিত ক্লিপটি বিবিসির প্রধান সংবাদ-অনুষ্ঠান ‘প্যানোরামা’ থেকে নেওয়া, যা ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রচারিত হয়েছিল—এবং সেটি পুনরায় প্রকাশিত হওয়ার পর থেকেই সম্প্রচারকটি টালমাটাল অবস্থায় রয়েছে। সূত্র : এএফপি, আল-জাজিরা
বিডি প্রতিদিন/এএম