যশোরে বিদেশি মদসহ উত্তম হালদার (৩৯) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে যশোর সদর উপজেলার বাউলিয়া বাজার থেকে দশ বোতল বিদেশি মদসহ তাকে আটক করা হয়।
আটক উত্তম হালদার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরাতন বনগাঁ এলাকার জীবন হালদারের ছেলে।
যশোর বিজিবির (৪৯ ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার যশোর-নড়াইল মহাসড়কের বাউলিয়া বাজার থেকে উত্তম হালদারকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ১০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উত্তম হালদার বিজিবিকে জানিয়েছেন, দুর্গাপূজাকে সামনে রেখে তিনি ভারত থেকে এসব মদ নিয়ে যশোর হয়ে ঢাকায় যাচ্ছিলেন।
এ ব্যাপারে একটি মামলা করে উত্তম হালদারকে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।
বিডি প্রতিদিন/জামশেদ