নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার পূর্বাচল উপশহরের ১৫ নম্বর সেক্টরে থেকে লাশটি উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, উপজেলার পূর্বাচল উপশহরের ১৫ নম্বর সেক্টরের চায়না রেডিমিক্সের দক্ষিণ পাশে অজ্ঞাতনামা এক যুবকের (২৫) লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তিনি জানান, মৃত্যুর সঠিক কারণ ও পরিচয় জানা সম্ভব হয়নি। যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভিকটিমকে অজ্ঞাত স্থানে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্য ঘটনাস্থলে ফেলে রেখে যায়।
বিডি প্রতিদিন/নাজিম