পটুয়াখালীর কলাপাড়ায় পরিবেশ রক্ষা ও সড়কের সৌন্দর্যবর্ধনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার (৬ সেপ্টেম্বর) দিনভর কুয়াকাটা সড়কের কলাপাড়া সেতু টোল সংলগ্ন সেলফি জোন এলাকায় এই বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করে ‘পাশে দাঁড়াই’, ‘প্রিয়জন কল্যাণ পরিষদ’ এবং ‘সিপিপি’ স্বেচ্ছাসেবী সংগঠন।
অনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন ডেনমার্ক বাঙালি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আলম মাতুব্বর। এ সময় আরও উপস্থিত ছিলেন—
সিপিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, উপজেলা বন ও পরিবেশ কর্মকর্তা মো. মনিরুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. শামীম ব্যাপারী, প্রিয়জন কল্যাণ পরিষদের সভাপতি প্রভাষক ইভান মাতবর, পাশে দাঁড়াই সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নয়নাভিরাম গাইন (নয়ন), স্থানীয় বিএনপি নেতা মো. হামিদ মিয়াসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, কলাপাড়া সেতু টোল এলাকার কৃষ্ণচূড়া গাছগুলো যখন ফুলে ভরে ওঠে, তখন তা পর্যটক ও স্থানীয়দের কাছে বিশেষভাবে আকর্ষণীয় হয়ে ওঠে। অনেকেই এই জায়গাটিতে এসে সেলফি তোলেন ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। তারা বলেন, ‘এই সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করতে জারুল, সোনালুসহ বিভিন্ন ফুলের গাছ রোপণ করা হচ্ছে।’
তারা আরও জানান, শুধু এই একটি এলাকা নয়—পুরো কুয়াকাটা সড়কপথকে আকর্ষণীয় করে তুলতে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া দরকার। এতে পর্যটকদের আগ্রহ যেমন বাড়বে, তেমনি পরিবেশও থাকবে সুরক্ষিত।
বিডি প্রতিদিন/জামশেদ