ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ পাকা সড়কটি দীর্ঘদিন ধরে হাজারো মানুষের চলাচলের প্রধান মাধ্যম ছিল। এই সড়কটির আকবর ফকির বাড়ি ও কাজী বাড়ির মাঝামাঝি অংশ ইতোমধ্যে কাটাখালী নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে।
স্থানীয়রা জানান, নদীর ওই অংশটি গভীর বাঁকে হওয়ায় জোয়ার-ভাটার পানির চাপ সরাসরি সড়কে আঘাত করে। এর ফলে সম্প্রতি সড়কের একটি বড় অংশ নদীতে ধসে যায়। বহুবার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) উদ্যোগ নিলেও টেকসই সমাধান হয়নি। এলাকাবাসীর দাবি, বাঁক পরিবর্তন করে টেকসই সংস্কার না হলে দুর্ভোগ আরও বাড়বে।
তারা বলেন, মুছাপুর রেগুলেটর বিলীন হওয়ার পর থেকেই নদী ভাঙনে বাড়িঘর, রাস্তাঘাট ও জনপদ নদীগর্ভে চলে যাচ্ছে। সম্প্রতি বেকের বাজার-জর্বাপুকুর কাজী বাড়ি সংলগ্ন প্রায় ১০০ ফুট রাস্তা নদীতে তলিয়ে গেছে। সড়কের ওই অংশের অবস্থা ভয়াবহ হওয়ায় উপজেলা প্রশাসন ইতোমধ্যে রাস্তাটি বন্ধ ঘোষণা করেছে। দ্রুত সংস্কার না হলে পাশের জমিও নদীতে ধসে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. ফুয়াদ হাসান বলেন, আমরা ভাঙন এলাকা পরিদর্শন করেছি। খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার মো. শহীদুল ইসলাম বলেন, ভাঙনের খবর পাওয়ার সাথে সাথে রাস্তাটি বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। বৃষ্টি কমলে পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানানো হবে। আশা করছি এবার টেকসই সমাধান হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ