গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সোবহান কর্মস্থলে দায়িত্ব পালনরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ফুলছড়ি উপজেলার অফিস কোয়ার্টারে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
আব্দুস সোবহানের বাড়ি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায়। তিনি ২০২১ সালের ২৫ জুলাই ফুলছড়ি উপজেলায় নির্বাচন কর্মকর্তা হিসেবে যোগ দেন। সাম্প্রতিক সময়ে তাঁকে নীলফামারির কিশোরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে বদলি করা হয়েছিল।
সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফ হোসেন জানান, প্রতিদিনের মতো এদিন সকালেও হাঁটতে হাঁটতে কোয়ার্টারের দিকে যান আব্দুস সোবহান। সেখানে এক পর্যায়ে সবার অজান্তে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়।
তিনি আরও বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে এবং নিহতের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তাঁর মেয়ে ও জামাতা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। আব্দুস সোবহানের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জগৎবন্ধু মন্ডল বলেন, প্রতিদিন ফজরের নামাজ শেষে নিয়মিত হাঁটাহাঁটি করতেন আব্দুস সোবহান। তিনি অফিস কোয়ার্টারেই থাকতেন। সকাল সাড়ে ৯টার দিকে অফিসে না আসায় সহকারী একজন কর্মী তাঁকে ডাকতে গেলে কোয়ার্টারের মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে তাঁকে চিকিৎসকের কাছে নেওয়া হলে সেখানেই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
পরে দুপুরে উপজেলা চত্বরে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/আশিক