ঠাকুরগাঁওয়ে কারাগারে বন্দিদের উপহার হিসেবে টি-শার্ট ও জায়নামাজ দিয়েছেন কারাগারের জেলার মো: শাহরিয়ার আলম চৌধুরী।
বুধবার সকালে তিনি এসব বিতরণ করেন। এসময় কারা কর্তৃপক্ষের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কারাগারের জেলারের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বন্দিদের সাথে দেখা করতে আসা স্বজনেরা। তারা বলছেন, এই জেলার যোগদানের পর থেকেই জেলখানার সব কিছুর পরিবর্তন। আগে মানুষ বন্দিদের সাথে দেখা করতে আসবে একটা ভয় কাজ করতো। কিন্তু এখন সেটা করেনা। এখানে যারাই আসে তাদের সন্মানের সহিত দেখা করার ব্যবস্থা করা হয়।
জেলা কারাগারের জেলার মো: শাহরিয়ার আলম চৌধুরী বলেন, আমরা চাই বন্দিরা এখান থেকে শুধুই সময় কাটিয়ে না যান, বরং এখান থেকে ফিরে গিয়ে যেন একজন ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে পারেন। রাষ্ট্র ও সমাজের প্রতি তাদের দায়িত্ববোধ জাগ্রত হোক, সেটাই আমাদের চাওয়া।
বিডি প্রতিদিন/হিমেল