নোয়াখালী সদর ও সোনাইমুড়ী উপজেলায় একই রাতে দুটি ডাকাতি হয়েছে। এসময় ডাকাতদল নগদ টাকা, সিগারেট, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। গভীর রাতে সদর উপজেলার কালিতারা বাজার এলাকার সিগারেট ফ্যাক্টরি ও জেলার সোনাইমুড়ীর বজরা ইউনিয়ন বগাদিয়া গ্রামের হানিফের বাড়িতে এই ডাকাতি সংঘটিত হয়। এই সময় ডাকাতরা নৈশ প্রহরীসহ তিনজনকে বেঁধে রেখে মারধর করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ১০-১২ জনের একদল সশস্ত্র ডাকাত দল সদরের কালিতারা বাজার এলাকার সিগারেট ফ্যাক্টরি হানা দেয়। প্রথমে ডাকাতেরা প্রধান ফটকের তালা কেটে ভেতরে ঢোকে। এরপর নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। অপরদিকে, রাত দেড়টার দিকে সোনাইমুড়ীর বজরা ইউনিয়ন বগাদিয়া গ্রামের হানিফের বাড়িতে ৬-৭জনের একটি ডাকাত দল ঢোকে। এরপর ডাকাতদল পরিবারে সদস্যদের জিম্মি করে দল নগদ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে বুধবার দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী জিএম সন্সের স্বত্তাধিকারী গোলাম জিলানী দিদার জানান, রাত চারটা থেকে পাঁচটার মধ্যে একদল সসস্ত্র ডাকাত ডাকাতি করে। ডাকাতা দল অস্ত্রের মুখে জিমি করে একজন নৈশ প্রহরী সহ তিনজনকে ও বেঁধে রাখে এবং মারধর করে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। ভুক্তভোগীদের বরাত দিয়ে তিনি বলেন, ১০-১২ জন ডাকাত দল ফ্যাক্টরির তালা কেটে ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে তারা নগদ টাকা ও সিগারেট লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এজাহার দিতে বলা হয়েছে। তখন আরও বিস্তারিত জানা যাবে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। লুন্ঠিত মালামাল ও ডাকাতদের ধরতে চেষ্টা চালাচ্ছে।
বিডি প্রতিদিন/এএম