কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার হাসপাতাল গেট সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালায় র্যাব-১৫।
র্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে জানা যায়—এক ব্যক্তি যাত্রী বেশে শ্যামলী পরিবহনের বাসযোগে চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে আসছে। পরবর্তীতে বাসটি থামিয়ে তল্লাশি চালালে মো. জাহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার জাহিদুল কক্সবাজার সদর উপজেলার পূর্ব পাহাড়তলী এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, নিয়মিতই সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।
জাহিদুলের বিরুদ্ধে রামু থানায় মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
বিডি প্রতিদিন/নাজিম